Thursday, November 6, 2025

বাঘের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার মধ্যপ্রদেশের সিওনি জেলায়। ক্ষুব্ধ গ্রামবাসী রীতিমতো চড়াও হন ফরেস্ট রেঞ্জার ও ডেপুটি রেঞ্জারের উপর। গ্রামবাসীদের হেনস্তায় বন দফতরের ওই দুই কর্তা জখম হন। তাদের সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।সিওনি জেলার পুলিশ সুপার সুনীলকুমার মেহতা জানান, সরকারি অফিসারদের কাজে বাধা দেওয়া, মারধর ও তাদের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ওই ১১ জন বাদে আরও কয়েকজন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার।সিওনির বাওলি টোলা জঙ্গলে গরু চরাতে গিয়েছিলেন তুলসীরাম ভালাভি নামে ৭০ বছরের এক বৃদ্ধ। সন্ধেতে গরু নিয়ে ঘরে ফেরার সময় আচমকাই বাঘের মুখে পড়ে যান তুলসীরাম। বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। রাতেই তুলসীরামের দেহ উদ্ধার করা হয় বাওলি টোলা জঙ্গলের পিন্ডারি বিট থেকে। শুক্রবার গ্রামে যান ফরেস্ট রেঞ্জার ঘনশ্যাম চতুর্বেদী ও ডেপুটি রেঞ্জার সঞ্জয় খুন্টাপাল্লে। তাদের দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ।তাদের নিরাপত্তার দাবিতে বন দফতরের কর্তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ পৌঁছনোর আগেই দুই অফিসারকে মারধর করা হয়। তাদের গাড়িও ভাঙচুর করা হয়।সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার যুগেশ প্যাটেল জানিয়েছেন, জখম দুই অফিসার হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের পরিবারকে সরকারি নিয়ম মেনে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। তাতেও ক্ষোভ কমেনি গ্রামবাসীদের। তারা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version