‘গণ অভ্যুত্থানে’ ক্ষমতাচ্যুত হাসিনাকে খুনের ষড়যন্ত্র ফাঁস! অডিও বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রীর

২০২৪ সালের অগাস্ট মাসের ‘গণ অভ্যুত্থানে’ দেশছাড়া বাংলাদেশের (Bangladesh)প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল!অডিও বার্তায় বিস্ফোরক কথা বললেন ক্ষমতাচ্যুত হাসিনা। তিনি এবং তাঁর বোন রেহানা গত অগাস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কীভাবে মৃত্যু এড়িয়ে বেঁচে গিয়েছিলেন তার ব্যাখ্যা করেছেন আওয়ামী লিগ নেত্রী।

শুক্রবার রাতে দিল্লিতে বসে এক অডিও বার্তায় হত্যার সেই ষড়যন্ত্র ফাঁস করেন হাসিনা, যা অনলাইনে শেয়ার করেছে তাঁর দল।সেই ভয়েস নোটে কাঁপা কাঁপা কণ্ঠে ৭৭ বছরের বর্ষীয়ান নেত্রী প্রাণে বাঁচার জন্য ‘আল্লাহ’কে ধন্যবাদ জানিয়েছেন। তাঁকে বলতে শোনা গেছে, ” ২০-২৫ মিনিটের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। আমি মনে করি ২১ অগাস্টের হত্যাকাণ্ড, কোটালিপাড়ায় বোমা হামলা, অথবা ২০২৪ সালের ৫ অগাস্টে বেঁচে থাকা, অবশ্যই আল্লাহর ইচ্ছা। আল্লাহর হাত ছিল, না হলে আমি এবার বেঁচে থাকতাম না। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনও বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশছাড়া, ঘরছাড়া- সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।” পদচ্যূত প্রধানমন্ত্রী হাসিনা ওই অডিও ক্লিপে ২০০৪ সালের ২১শে অগাস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে স্মরণ করিয়ে দেন যে, ওই দিনের হামলায় তিনি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন।

২০২৪ সালে জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। আন্দোলনে নামে ছাত্ররা। মৃত্যু হয় কমপক্ষে ৬০০ জনের। এই ছাত্র আন্দোলনকে হাতিয়ার করেই ছক কষা হয়েছিল হাসিনাকে গদিচ্যুত করার। মাত্র মিনিট পঁয়তাল্লিশের নোটিশেই নাকি ওপার বাংলা ছাড়তে বাধ্য হন মুজিবকন্যা। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’র দিকে রওনা উন্মত্ত জনতা ধেয়ে যেতে দেখে জাতির উদ্দেশে ‘শেষ বার্তা’ দেওয়ার অনুমতি পর্যন্ত হাসিনাকে দেয়নি ফৌজ। তখনই কার্যত প্রাণ বাঁচাতে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা।