বিকল্প অধিনায়ক খোঁজা শুরু বোর্ডের, ইঙ্গিত আগারকারের কথায়

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পরই জল্পনা ছড়ায় অবসর নিতে চলেছেন রোহিত শর্মা। এরপরই প্রশ্ন ওঠে রোহিতের পর কে নেবেন টিম ইন্ডিয়ার দায়িত্ব। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের নেতৃত্বে ভার রয়েছে রোহিত শর্মার ওপর। ইংল্যান্ড সিরিজেও দলের নেতা থাকবেন তিনি। তবে ইতিমধ্যে যে বিকল্প অধিনায়ক খোঁজা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড , তা জানিয়ে দিলেন জাতীয় প্রধান নির্বাচজ অজিত আগারকার।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। কেন গিলকে সহ-অধিনায়ক করা হল , সেই নিয়ে আগারকার বলেন, “ শুভমন শ্রীলঙ্কা সিরিজেও সহ-অধিনায়ক ছিল। আগামী দিনে যারা দলকে নেতৃত্ব দিতে পারে তাদের উপরে আমরা নজর রাখছি। এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। তবে সাজঘর থেকে অনেক প্রতিক্রিয়াই আমরা পাই। “ এখানেই না থেমে আগারকার আরও বলেন, “ বিকল্প খুঁজে রাখা দরকার। এখনকার দিনে কাজটা বেশ কঠিন। কারণ প্রায় প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত। এই দলে খুব বেশি ক্রিকেটার রাজ্য দলকে নেতৃত্ব দেয়নি। অক্ষর প্যাটেল গুজরাতকে নেতৃত্ব দিয়েছে। তবে কাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা আমাদেরই খুঁজে বার করতে হবে ।“

আরও পড়ুন-ঘোরোয়া ক্রিকেট নিয়ে মুখ খুললেন রোহিত-আগারকার, গম্ভীরের উলটো সুর ভারত অধিনায়কের গলায়