আইএসএল-এ ফের হার ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে ১-০ গোলে হেরে হারের হ্যাটট্রিক লাল-হলুদের। অস্কার ব্রুজোর জমানায় প্রথম হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। মুম্বই সিটি, মোহনবাগানের পর এ বার গোয়া। এই হারের ফলে আইএসএলের প্লে-অফে ইস্টবেঙ্গলের ওঠার সম্ভাবনা আর নেই বললেই চলে। ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরেই থাকল ব্রুজোর দল।

চোট এবং কার্ড সমস্যায় এমনিতেই জর্জরিত লাল-হলুদ। তার মধ্যে হার যেন আরও কাবু করে দিচ্ছে ইস্টবেঙ্গলকে। এদিন নতুন বিদেশি রিচার্ড সেলিসিকে দলে রেখেই প্রথম একাদশ সাজান অস্কার। তবে ম্যাচের প্রথমেই গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। ম্যাচের ১৩ মিনিটে মাঠের বাঁদিক থেকে লাল-হলুদের প্রাক্তনী বোরহার ক্রস ভেসে আসে বক্সের মধ্যে। হিজাজি লাফান ঠিকই, কিন্তু বলের ধারে-কাছে পৌঁছতে পারেননি । ফাঁকায় গোল করে গেলেন ব্রাইসন ফার্নান্দেজ। এরপর আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি অস্কারের দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। তবে একের পর গোলের সুযোগ নষ্ট করেন দিয়ামান্তোকোসরা। বিষ্ণুর বাড়ানো বল পায়েই লাগাতে পারেননি তিনি। পিছন থেকে ছুটে এসে গোল করতে পারননি সেলিসও। বাধ্য হয়েই ডেভিডের জায়গায় ক্লেটনকে নামান অস্কার। গোয়ার বক্সে একের পর এক আক্রমণও শানাল ইস্টবেঙ্গল। এরই মধ্যে গোলকিপারকে একা পেয়ে গোল করতে ব্যর্থ হন সেলিস। তবে এরই মধ্যে ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন সাদিকু।

আরও পড়ুন- সত্যি কি প্রিয়া সারোজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু ? মুখ খুললেন প্রিয়ার বাবা

–

–
–

–
–

–

–

–

–
