মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মানু ভাকেরের দিদা ও মামার। পুলিশ সূত্রে খবর, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মানুর দিদা এবং মামার। একটি স্কুটিতে চেপে যাচ্ছিলেন মানুর দিদা ও মামা। রাস্তায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে স্কুটিটির। ঘটনাটি ঘটেছে হরিয়ানার দাদরিতে।
হরিয়ানা পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে দাদরির মহেন্দ্রগড় বাইপাসের উপর দুর্ঘটনাটি ঘটে। মানুর মামা এবং দিদা একটি স্কুটিতে চেপে কোথাও যাচ্ছিলেন। সেসময় বেপরোয়া একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানুর মামা এবং দিদার। জানা যাচ্ছে, মানুর আত্মীয়দের স্কুটিটিকে একপ্রকার পিষে দেয় গাড়িটি। ঘাতক গাড়িটিকে এখনও শনাক্ত করা যায়নি। রবিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘাতক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এই নিয়ে হরিয়ানা পুলিশের এক আধিকারিক সুরেশ কুমার বলেছেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। একটা গাড়ি ও একটা স্কুটিতির ধাক্কা লেগেছে। স্কুটির চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। গাড়ির চালকের খোঁজ চলছে।” যদিও এই বিষয়ে এখনও মানু বা তাঁর পরিবারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে গোয়া, প্রতিপক্ষকে সমীহ অস্কারের
–
–
–
–
–
–
–
–