Sunday, November 9, 2025

পুলিশের উপর গুলির জবাব: সাজ্জাকের মৃত্যুর পর গ্রেফতার অস্ত্র সরবরাহকারী

Date:

গোয়ালপোখরে পুলিশের উপর হামলা চালানো আসামি সাজ্জাক শেখের মৃত্যুতে গোটা ঘটনা যে ধামাচাপা পড়ে যাচ্ছে না, বুঝিয়ে দিল রাজ্য পুলিশ (West Bengal)। ফেরার সাজ্জাককে জীবিত ধরা সম্ভব না হলেও কীভাবে অপরাধীর হাতে অস্ত্র এলো ও কীভাবে পুলিশের উপর হামলা চালিয়ে দেশ ছাড়ার সাহস দেখাতে পারল সাজ্জাক, তার রহস্য সন্ধানে তৎপর রাজ্য পুলিশ। সেই সূত্রে গ্রেফতার হল সাজ্জাককে অস্ত্র সরবরাহ (arms smuggler) করা দুষ্কৃতী হজরত শেখ।

রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার গোয়ালপোখরের (Goalpokhar) ঘটনার পরে পুলিশের উপর হামলাকারীদের উচিত শিক্ষা দেওয়ার বার্তা দিয়েছিলেন। এর ৪৮ ঘণ্টার মধ্যে পলাতক আসামি সাজ্জাককে ধরতে গেলে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। তবে কীভাবে পুলিশের উপর বন্দুক নিয়ে হামলা, সেই জট ছাড়াতে একাধিক ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ, এই ইঙ্গিত এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম (Javed Shamim, ADG) শনিবারই দিয়েছিলেন। সেই মতো রবিবার ভোরে গলসিয়াপোখর এলাকায় বাড়ি থেকে গ্রেফতার হয় হজরত।

পুলিশের তদন্তে উঠে এসেছে গোয়ালপোখর (Goalpokhar) সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টা যে করছিল সাজ্জাক, সেই পালানোয় সাহায্য করছিল হজরত। যদিও পরে তদন্তের সূত্রে বেরিয়ে আসে এই হজরত একজন অস্ত্র পাচারকারী (arms smuggler)। তার থেকেই অস্ত্র নিয়ে সাজ্জাকের কাছে পৌঁছে দিয়েছিল আব্দুল হোসেন নামে সাজ্জাকের সহযোগী, এমনটাই অনুমান পুলিশের। এখনও আব্দুলের সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ কী করতে পারে, তার নিদর্শন গোয়ালপোখরের ঘটনা, দাবি শাসকদলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, পশ্চিমবঙ্গ পুলিশ আইনের মধ্যে থেকে কাজ করে। পুলিশ কী করতে পারে সেটা গোয়ালপোখরের ঘটনাতেও দেখিয়েছে। পুলিশকে গুলি করে জখম করে বাংলাদেশে পালাতে যায়, তখনই পুলিশই গুলি করে তাকে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version