Monday, August 25, 2025

সইফের হামলাকারী ‘বাংলাদেশি’ শেহজাদের পাঁচদিনের হেফাজত, অনুপ্রবেশে কৈফিয়ত দাবি কুণালের

Date:

সইফ আলি খানের (Saif Ali Khan)উপর হামলার ঘটনায় গ্রেফতার মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে পাঁচদিনের পুলিশ হেফাজত দিল বান্দ্রা আদালত (Bandra Court)। ধৃতকে প্রথম থেকেই বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ। যদিও আদালতে অভিযুক্তপক্ষের আইনজীবীর দাবি “ধৃত মোটেও বাংলাদেশি নাগরিক নয়। সে ভারতীয়। বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা। তার অতীতে কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ডও নেই। ” পুলিশ মনে করছে অবৈধ অনুপ্রবেশকারী রীতিমতো পরিকল্পনা করে আক্রমণ করেছিলেন। ধৃত একটি পার্টির সুবাদে সইফের বাড়িতে আগে প্রবেশ করেছিলেন বলে জানা যাচ্ছে। তিনি নাম পরিবর্তন করে থানে এলাকায় থাকছিলেন। চুরি করাই মূল উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক অনুমান। এর সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এত অবৈধ অনুপ্রবেশ হচ্ছে কীভাবে? সেন্ট্রাল আইবি এবং বিএসএফের (BSF)ব্যর্থতাকে দায়ী করে এই অনুপ্রবেশের জন্য অমিত মালব্যদের থেকে কৈফিয়ত চাইলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বলিউড অভিনেতার হামলাকারী শেহজাদকে রবিবার সকালেই গ্রেফতার করা হয়। তারপর থেকেই তাঁর বাংলাদেশি পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। গত ৭০ ঘণ্টা ধরে একের পর এক সন্দেহভাজনকে আটক করে মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এদিন শেহজাদ প্রসঙ্গ উল্লেখ করে বাংলা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে বলে বিজেপি নেতা অমিত মালব্য দাবী করলে পালটা জবাব দেন কুণাল। তিনি বলেন, দেশের কোনও প্রান্তে যদি অবৈধ অনুপ্রবেশকারীকে ধরা হয় তবে তাহলে বুঝতে হবে এটা বিএসএফের ব্যর্থতা। বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব জেলা বা রাজ্য পুলিশের নয়। এটা অমিত শাহের (Amit Shah) দেখার কথা। কখনও বাংলা বর্ডার দিয়ে কেউ ঢুকেছে কখনও ত্রিপুরা থেকে ধরা পড়ছে, কখনও অসম থেকে ধরা পড়ছে। এর দায়ের কেন্দ্রের। অমিত মালব্যরা নিজেদের অপদার্থতা ঢাকতে রাজনীতি করেছে অভিযোগ করে, অবৈধ অনুপ্রবেশ হচ্ছে কেন সেই কৈফিয়ত চান কুণাল।

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version