Thursday, August 21, 2025

আচমকা গঙ্গায় ডুবতে বসল বাংলাদেশের ট্রলার! উদ্ধারে বাংলার প্রশাসন

Date:

বাংলাদেশের ট্রলার হুগলির (Hooghly) কাছে গঙ্গায় ডুবে বিপত্তি। জাহাজের তলা ফুটো হয়ে জোয়ারের জল ঢুকে অল্প সময়ের মধ্যে অনেকখানি ডুবে যায় ট্রলারটি (troller)। দ্রুত স্থানীয় মানুষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে ট্রলারে আটকে পড়া শ্রমিক ও নাবিকদের উদ্ধার করা হয়। তারা নিরাপদে থাকলেও জাহাজের যা পরিস্থিতি তাতে তা পুরো খালি করে মেরামতির কাজ শেষ হয়ে বাংলাদেশে ফেরৎ পাঠাতে প্রায় ছয়মাস লেগে যেতে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের।

ছাই বোঝাই বাংলাদেশের মালবাহী ট্রলারটি (cargo troller) রবিবার রওনা দেয় ত্রিবেণী থেকে। বিটিপিএস থেকে ছাই (ash) বোঝাই করে ফিরছিল জাহাজটি। বাঁশবেড়িয়ার (Bansberia) কাছে আচমকাই চালক অনুভব করেন জাহাজের একটি অংশ হেলে যাচ্ছে। সেই সঙ্গে হুহু করে নিচে থেকে জল ঢুকতে শুরু করে। চালকের অনুমান, কোথাও ধাক্কা খেয়ে জাহাজে ফুটো হয়ে যাওয়ায় জল ঢুকে যায়। সেই সময় জোয়ার (high tide) থাকায় দ্রুত জাহাজটি ডুবে যেতে থাকে।

ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধার করা হয় আটকে পড়া শ্রমিকদের। বাংলার শ্রমিকদের সাহায্যে শুরু হয় জাহাজের ছাই (ash) খালি করার কাজ। পরে ভাটার সময় জল কমে যাওয়ায় জাহাজের অনেকটা ফের ভেসে ওঠায় ছাই বের করার কাজ সহজ হয়। প্রশাসনের পক্ষ থেকে যদিও প্রতিবেশী দেশের ট্রলারের (troller) উপর নজর রাখা হবে বলেই জানানো হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version