Tuesday, November 4, 2025

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেট খেলার কথা বলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। সেই মতে সাই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর রঞ্জিট্রফিতে নাম লেখান রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজারা। আর এবার সূত্রের খবর, সেই তালিকায় নাম লিখিয়েছেন মহম্মদ সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া ক্রিকেটারকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও এই নিয়ে মুখ খুললেন হায়দরাবাদ ক্রিকেট দলের এক কর্তা ।

রঞ্জিট্রফির দ্বিতীয় পর্বে হায়দরাবাদ খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। তবে সেই ম্যাচে সিরাজ খেলবেন কি না তা এখনও জানা যায়নি। এই নিয়ে রবিবার হায়দরাবাদ ক্রিকেট দলের এক কর্তা বলেন, “আমরা সিরাজের থেকে কোনও বার্তা এখনও পাইনি। হায়দরাবাদ ক্রিকেট সংস্থাও এ ব্যাপারে আমাদের কিছু জানায়নি।“

গতকালই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সিরাজ। যদিও কেন সিরাজকে দলে রাখা হল না তা নিয়ে মুখ খোলেন অধিনায়ক রোহিত শর্মা, ভারত অধিনায়কের মতে, বুমরাহকে নিয়ে সংশয় থাকাতেই সিরাজের বদলে আরশদীপ সিংকে নিতে হয়েছে। কারণ, তাঁরা এমন বোলার চাইছেন যিনি নতুন ও পুরনো বলে সমান দক্ষ। রোহিত বলেন, “ একমাত্র সিরাজই দলে নেই। আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি। সিরাজকে যদি না নতুন বল দিতে পারি তাহলে কী লাভ? সেখানেই ও পিছিয়ে পড়েছে। আমরা তিনজন পেসারই নিতে পারতাম। তাই সিরাজকে বাদ দিতে হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু দলের ভারসাম্যের জন্য করতে হয়েছে। আমরা এমন তিনজন পেসার নিয়েছি যারা নতুন ও পুরনো বলে সমান দক্ষ। দলের ভারসাম্য রাখতে গিয়ে কেউ কেউ বাদ যেতেই পারে। সকলকে তো খুশি করা যায় না। আমাদের সেরা দল বাছতে হবে। সেটাই করেছি।“

আরও পড়ুন- বিদেশ সফরে পরিবারের বিধিনিষেধ নিয়ে এবার মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version