বিগত লোকসভা ভোটের সময় থেকেই দলের কর্মকান্ডে বিতশ্রদ্ধ হয়ে বেসুরো গাইছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্ৰতিমন্ত্রী জন বারলা। তখন থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন প্ৰতিনিয়ত। এর ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে, বিজেপি ছাড়ছেন জন। সেই জল্পনা কে সত্যি করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকছেন জন। তাকে এই অনুষ্ঠানে আসবার আমন্ত্রণ জানিয়েছে জেলা প্রশাসন, এমনটাই দাবী জনের। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য দিল্লিতে চিকিৎসারত স্ত্রীকে সেখানে রেখেই তড়িঘড়ি ফিরছেন জন বারলা।
এই প্রসঙ্গে জন জানিয়েছেন,’মুখ্যমন্ত্রী যেদিন বলবেন, সেই শুভদিনেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করবো। কিন্তু সরকারি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী যে সম্মান দেখিয়েছেন তাতে আমি আপ্লুত।’ সাম্প্রতিকতম ভোটের ফলাফলে স্পষ্ট যে,উত্তরে বিজেপির ভোট ব্যাংক চা বলয়ে জমি অনেকটাই হারিয়েছে পদ্ম শিবির। সেখানে থাবা বসিয়েছে ঘাসফুল। এরপর আদিবাসী চা শ্রমিক নেতা তৃণমূলে যোগ দিলে বিজেপি যে সমূলে উৎখাত হবে টা আর বলার অপেক্ষা থাকে না। যদিও জেলার তৃণমূল নেতারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।
আরও পড়ুন- ভিড়-ঠেলাঠেলি রুখতে পদক্ষেপ! নয়া নিয়ম চালু হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে
_
_
_
_
_
_
_
_
_