Tuesday, November 4, 2025

ধর্ষণ-খুনের মতো অপরাধে সঞ্জয়ের ফাঁসিই দাবি: কয়েকঘণ্টায় সাজা ঘোষণা

Date:

সঞ্জয় রায়ের মতো অপরাধীর শাস্তি ফাঁসিই, দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে সরব গোটা বাংলা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন। শনিবার দোষী সাব্যস্ত (conviction) করার সময় আদালতও সেই ইঙ্গিত দিয়েছে। সোমবার বেলা ১২.৩০ টায় জানা যাবে চূড়ান্ত রায় (verdict)। অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।

যদিও এর মধ্যে কিছু মানুষ অন্যরকম বলার চেষ্টা করছেন। অনেক যদি-কিন্তু প্রশ্ন তোলার চেষ্টা করছেন। বলার চেষ্টা করছেন সঞ্জয় (Sanjay Rai) একা করতে পারে না এই কাজ। সেখানে রাজ্যের শাসক দলের প্রশ্ন, তাহলে তারা সবকিছু সিবিআই (CBI) বা সুপ্রিমকোর্টের (Supreme Court) সামনে এতদিন কেন তুলে ধরেননি। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, শিয়ালদহ আদালতে (Sealdah Court) যখন গোটা বিচার প্রক্রিয়া চলেছে তখন সুপ্রিম কোর্ট (Supreme Court) মনিটরিং (monitoring) করছে। তারা তদন্তের অগ্রগতিতে সম্মতি জানিয়েছে। যারা বলছেন এটা হলে ওটা হতে পারতো, এটা কেন হল না, সিবিআই-এর উচিত তাদের ডেকে জেরা করা।

যে সঞ্জয় (Sanjay Rai) গোটা বিচার প্রক্রিয়া চলাকালীন একবারও অপরাধের ক্ষমা ভিক্ষা করেনি, তার সপক্ষে বলার চেষ্টা করছেন এক শ্রেণীর মানুষ। এখানেই কুণাল ঘোষের কটাক্ষ, তাহলে তারা সঞ্জয়ের মত মানুষকে নিজেদের বাড়ি নিয়ে এগিয়ে রাখতে পারেন। কারণ তাদের দাবি অনুযায়ী, সঞ্জয় একা কিছু করতে পারে না।

সোমবার বেলা সাড়ে বারোটার দিকে তাকিয়ে গোটা রাজ্য তথা দেশ। নারকীয় অপরাধে সঞ্জয় যে দোষী তা নিয়ে সন্দেহ নেই আদালতের। কলকাতা পুলিশের তদন্তে সিবিআই-এর মান্যতা এবং সিবিআই তদন্তে সন্তোষ প্রকাশ নিম্ন আদালতের। সোমবার সঞ্জয় রায়ের বক্তব্য শোনার সম্ভাবনা বিচারক অনির্বাণ দাসের (Judge Anirban Das)। এরপরই ঘোষণা হবে আর জি কর ধর্ষণ খুন মামলার সাজা (verdict)।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version