‘চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই আসবে’, ওয়াংখেড়েতে দাঁড়িয়ে হুঙ্কার রোহিতের

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ছিল চাঁদের হাট।

0
1

‘চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই আসবে’, জমজমাট এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে হুঙ্কার ভারত অধিনায়ক রোহিত শর্মার। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছিল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এমনটাই জানালেন রোহিত। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ছিল চাঁদের হাট। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে হাজির ছিলেন, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রী, অজিঙ্ক রাহানে। আর মঞ্চের মাঝে আলো করে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানেই রোহিত বলেন, “ আমরা আরও একটা প্রতিযোগিতায় নামতে চলেছি। আমি নিশ্চিত যখন আমরা দুবাইয়ে পৌঁছব, তখন ১৪০ কোটি ভারতীয়র শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াংখেড়েতে নিয়ে আসার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।“ এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ বিশ্বকাপ জয়ের পর আমাদের দিল্লিতে আসার কথা ছিল। কিন্তু তারপর কোথায় যাব কেউ জানত না। কিন্তু আমি চেয়েছিলাম বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়েতে আসতে। এর আগে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনও এখানেই হয়েছিল।“

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। ২ মার্চ ভারতের সামনে নিউজিল্যান্ড। ভারত ম্যাচ খেলবে দুবাইয়ে।

আরও পড়ুন- থানের হাসপাতালে জন্মদিন পালন কাম্বলির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়