Wednesday, November 12, 2025

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নাবালিকা খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ, ধৃত ২ জনই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিল। পরে তারা নাবালিকাকে ধর্ষণ ও খুন করে। তবে , ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হবে।আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণার দিনেই বাসন্তী থানা এলাকায় ওই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। অভিযোগ, ধর্ষণের পর খুন করে ওই নাবালিকার দেহ জমিতে পুঁতে ফেলা হয়।

সোমবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অষ্টম শ্রেণির ওই নাবালিকা ৯ জানুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল বলে দাবি পরিবারের। থানায় মিসিং ডায়েরি করা সত্ত্বেও পুলিশ গুরুত্ব দিয়ে মেয়েটিকে খোঁজেনি বলে অভিযোগ নাবালিকার মায়ের।

ঘটনার তদন্তে নেমে বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল নামে ২ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অষ্টম শ্রেণির পড়ুয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল  বুদ্ধদেব ও দীপেন। এ দিকে তারা একে অন্যের বন্ধু ছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, ৯ জানুয়ারি সন্ধ্যায় ২ জনে একসঙ্গে মদ্যপান করে। এরপর সকলের নজর এড়িয়ে নাবালিকাকে তারা স্থানীয় ধানজমির পাশে ডাকে। তারপর নাবালিকাকে গণধর্ষণ করে। পরে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে এবং দেহ পুঁতে দেয়।

নাবালিকার পরিবার গত ১২ জানুয়ারি বাসন্তী থানায় মিসিং ডায়েরি করে। সোমবার বিকেলে ওই নাবালিকার বাড়ির কাছেই একটি জমিতে ট্রাক্টর দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল চাষের কাজের জন্য। সেই সময়ে ওই নাবালিকার হাত মাটির উপরে দেখতে পান ট্রাক্টর চালক। খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার হয় মৃতদেহ ।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version