Friday, August 22, 2025

ফের বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে, রোহিতদের জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম, অভিযোগ পিসিবির

Date:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। এবার এল জার্সি বিতর্ক। জানা যাচ্ছে, ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা হবে না। এমনটাই অভিযোগ আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে পিসিবির এক কর্তা বলেন, “ ভারতীয় ক্রিকেট বোর্ডের এমনটাই দাবি জানিয়েছে।

এই নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্তা বলেন, “বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।“

নিয়ম অনুযায়ী, আইসিসি-র প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকবে। সাধারণত জার্সির বাঁ দিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে। কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে শোনা গিয়েছে। যদিও এই বিষয়ে বোর্ডের কোনও কর্তা কিছু জানাননি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগেই ছিল একের পর এক বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না বলে জানায় বিসিসিআই। এরপর হাইব্রিড মডেল আসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শেষ পর্যন্ত ভারতের শর্ত মেনে হাইব্রিড মডেলে খেলা হচ্ছে টুর্নামেন্ট। এরপর দিনকয়েক আগে জল্পনা ছড়ায় যে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যাবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই নিয়ে বেশ আশাবাদী ছিল পাক বোর্ড। যদিও শেষ পর্যন্ত বিসিসিআই সূত্রের খবর, রোহিত পাকিস্তানে যাবেন না।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version