Tuesday, August 26, 2025

যাবজ্জীবনে প্যারোলে বেরিয়ে যায়! আর জি কর-কাণ্ডে সর্বোচ্চ সাজার দাবি মুখ্যমন্ত্রীর

Date:

আর জি কর মামলার সাজা ঘোষণা হওয়ার পরই আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে রাজ্য পুলিশের হাতে থাকা একের পর এক মামলায় ধর্ষক-খুনিদের ফাঁসির শাস্তি বের করে এনেছে রাজ্য পুলিশ (West Bengal Police)। সেখানে আর জি করের মতো ঘটনায় সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) মতো অপরাধীর যাবজ্জীবনের শাস্তি হলে অন্যান্য অনেক মামলার মতো সঞ্জয়ও প্যারোলে (parole) বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে বিচারকের পর্যবেক্ষণে এই অন্যায়কে বিরলের মধ্যে বিরলতম নয় বলে উল্লেখেও নিজের অপছন্দের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারের রায়ের পরেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সেই অসন্তোষই মালদহের (Maldah) সভায় ব্যক্ত করেন তিনি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, যাবজ্জীবন (life imprisonment) মানেটা কী? অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গিয়েছে। প্যারোলে বেরিয়ে যায়। অন্যায় করলে তাকে ক্ষমা করে দেব? এই কেসটায় আমি সত্যি শকড।

এই প্রসঙ্গেই নিজের আইনজীবী অভিজ্ঞতা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কুমারগঞ্জে পার্থ সিংহ বর্মণের উপর গুলি চলার ঘটনায় বালুরঘাট আদালতে (Balurghat Court) অন্যায়ের বিরুদ্ধে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি। অথচ আর জি করের ঘটনায় বিচারক একে বিরলতম না বলায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি – যে এটা বিরলের মধ্যে বিরলতম নয় (rarest of the rare)! আমি মনে করি – হ্যাঁ এটা বিরল, স্পর্শকাতর ও অত্যন্ত জঘন্য অপরাধ। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় আবার ক্রাইম করার চেষ্টা করবে। সেটাকে নিরাপত্তা দেওয়া আমাদের কাজ নয়।

মঙ্গলবার মালদহের (Maldah) সভা থেকে বাংলার উন্নয়নের জন্য বিভিন্ন মামলায় রাজ্য সরকারের লড়াইয়ের প্রসঙ্গে তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইভাবে রাজ্যে মা-বোনেদের সম্মান রক্ষার লড়াইয়ের উল্লেখ করে তিনি জানান, আপনারা দেখেছিলেন আর জি কর কেসে আমরা বলেছিলাম ফাঁসি (capital punishment) চাই। যদি কেউ দানবিক-পাশবিক হয়, তাহলে সমাজ কী মানবিক হতে পারে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

এই সমাজে পরিবর্তনের দিশা দিতেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে অপরাজিতা বিল (Aparajita Bill) আনা হয়েছে। যদিও কেন্দ্রের সরকার তাতে সই করতে দেরি করায় এখনও তা কার্যকর করা যায়নি বলে ফের একবার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আমরা অপরাজিতা বিল করেছি মা-বোনেদের স্বার্থে। আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করেনি এখনও কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর।

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version