Saturday, August 23, 2025

হাওড়ায় মশাবাহিত ফাইলেরিয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে পুরসভা

Date:

কিউলেক্স মশা থেকে ছড়াচ্ছে সংক্রমণ, হাওড়া পুর এলাকায় ৫ জনের দেহে মিলল ফাইলেরিয়ার (Lymphatic filariasis)জীবাণু। ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ বিভাগীয় পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) কর্তাদের। ১১, ২৯, ১০ এবং ৩৬ এই ৪টি ওয়ার্ডের ৫ জন স্কুল পড়ুযার এই রোগ ধরা পড়েছে। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির পর্যন্ত ‘অ্যান্টি ফাইলেরিয়ান’ ক্যাম্পেন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ফাইলেরিয়ার সংক্রমণ আটকাতে প্রথমে বুথ স্তরে এবং পরে তা বাড়ি বাড়ি গিয়ে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

হাওড়া জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে যে বারো বছরের উপরে যাঁদের বয়স তাঁদের অ্যালবেনডাজল এবং ডিইসি ডাই ইথাইল কার্বামাজিন নামের দুটি ওষুধ দেওয়া হবে। ফাইলেরিয়াতে আক্রান্ত হলে স্থায়ীভাবে চেহারা বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী (Sujay Chakraborty) বলেন স্বাস্থ্য দফতর, হাওড়া পুরসভা, আইসিডিএস কর্মীরা সকলে মিলে এই কাজ করবে। প্রতি স্কুলে সচেতনতা শিবির করার পাশাপাশি বিভিন্ন জায়গায় ফ্লেক্স, লিফলেট, দেওয়া হবে। এছাড়া হাওড়া শাখার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান পেডিট্রিয়াটিক অ্যাসোসিয়েশন-সহ জেলার সব চিকিৎসক সংগঠনকে এই কাজে যুক্ত করার চেষ্টা করা হবে। প্রায় ১০ লক্ষ মানুষকে এই রোগের ওষুধ দেওয়ার জন্য পরিকাঠামো গঠন করা হবে। যাঁরা ওষুধ দেবেন তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।কয়েক দশক হাওড়ায় ফাইলেরিয়ার রোগী দেখা যায়নি। তাই এবার সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version