Sunday, November 2, 2025

ভাগাড় থেকে উদ্ধার হল কিশোরের দেহ। চার দিন ধরে এই কিশোর নিখোঁজ ছিল। টিটাগড়ের(titagarh) এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই বিনোদ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় রহড়া থানার বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর দশেকের অভয় দাস। মা পুনম দাস পেশায় ফুচকা বিক্রিতা।  গত শনিবার থেকে খোঁজ মিলছিল না বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর ১০–এর এক কিশোরের (teenager)। কিশোরের মা ফুচকা বিক্রি করেন।

জানা গিয়েছে, ঘটনার দিন এলাকার অন্য শিশুদের সঙ্গে খেলছিল অভয় দাস। কিন্তু সন্ধে থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।

 

কিশোরের মা বলেন,  আমি দোকানে যাব বলে তৈরি হচ্ছিলাম। তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছেলে খেলছিল। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ওকে শেষ দেখেছি। সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ারও কথা ছিল। তাই মেয়ে খোঁজ করে। না পেয়ে আমাকে জানায় ভাইকে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক খোঁজার পর রাতেই থানায় অভিযোগ জানান কিশোরের মা।

এরপরই এলাকার সিসিটিভি(cctv) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ফুটেজে দু’জন মহিলার সঙ্গে কিশোরকে দেখা যায় বলে জানায় পুলিশ। তবে ওই মহিলাদের মুখ অস্পষ্ট ছিল। ফলে তাদের শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করে। বুধবার সকালে রহড়া থানার অন্তর্গত টিটাগড় ভাগাড় থেকে কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। কিশোরের দেহ শনাক্ত করেছে পরিবার। কিন্তু কেন এই ঘটনা, কেনই বা এভাবে মারা হল কিশোরকে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version