Wednesday, August 20, 2025

গোটা রেল ব্যবস্থাকে নিজেদের ইচ্ছা মতো চালানোটাই যেন রীতি করে নিয়েছে অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) কর্মী-আধিকারিকরা। লোকাল ট্রেন (local train) শিয়ালদহ বা হাওড়া শাখায় কতদিন সময়ে চলে তা হাতে গুণে বলা যায়। এবার মেট্রোতেও সেই রীতি চালু করে দিল রেল। বুধবার দমদমে (Dumdum) ভিড়ের মধ্যে যাত্রীদের ধাক্কায় স্টেশনে পড়ে যান এক মহিলাও। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য।

সম্প্রতি মেট্রোর আয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) অভিযোগ করেছিল। মেট্রো চালিয়ে লোকসানের জেরে শেষ মেট্রো নিয়ে ব্যাপক টালবাহানা করা হয়। অথচ যে সময়ে মেট্রোতে তিল ধারণের জায়গা থাকে না সেই সময়েও মেট্রো চালাতে ব্যর্থ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বুধবার সেভাবেই কবি সুভাষ (Kabi Subhash) থেকে দমদমগামী (Dumdum) লাইনে বেলা ১২টা থেকে ব্যাহত পরিষেবা। কিন্তু কেন পরপর বাতিল মেট্রো তা নিয়ে কোনও মাথাব্যাথাই নেই মেট্রো কর্তৃপক্ষের। স্টেশনে এনিয়ে কোনও ঘোষণাও করা হয়নি বলে ক্ষোভ যাত্রীদের।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবা ঠিক আছে। ট্রেন চলছেই। বেলা ১২টা ৪০ নাগাদ একটি রেক দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্ল‍্যাটফর্ম ছেড়ে বেরোনোর আগেই যান্ত্রিক সমস্যা (technical fault) দেখা যায়। এই কারণে সেই সময় রেকটি তখন ছাড়তে পারেনি। পরে ওই রেকের যাত্রীদের নিয়ে অন‍্য একটি রেক ১২টা ৫০ নাগাদ রওনা দেয়। একটি মেট্রো ছাড়তে পারেনি। ১০ মিনিট পরে অন‍্যটি ছাড়ে। যাত্রীদের মধ‍্যে কোনও হুড়োহুড়ি দেখা যায়নি। আমরা প্রতি মুহূর্তে নজর রেখেছি। যদিও ১২.২০-র পর থেকে কেন ব্যহত হয়েছে মেট্রো পরিষেবা (metro service), তা নিয়ে কোনও ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের কাছে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version