Friday, November 7, 2025

গোটা রেল ব্যবস্থাকে নিজেদের ইচ্ছা মতো চালানোটাই যেন রীতি করে নিয়েছে অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) কর্মী-আধিকারিকরা। লোকাল ট্রেন (local train) শিয়ালদহ বা হাওড়া শাখায় কতদিন সময়ে চলে তা হাতে গুণে বলা যায়। এবার মেট্রোতেও সেই রীতি চালু করে দিল রেল। বুধবার দমদমে (Dumdum) ভিড়ের মধ্যে যাত্রীদের ধাক্কায় স্টেশনে পড়ে যান এক মহিলাও। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য।

সম্প্রতি মেট্রোর আয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) অভিযোগ করেছিল। মেট্রো চালিয়ে লোকসানের জেরে শেষ মেট্রো নিয়ে ব্যাপক টালবাহানা করা হয়। অথচ যে সময়ে মেট্রোতে তিল ধারণের জায়গা থাকে না সেই সময়েও মেট্রো চালাতে ব্যর্থ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বুধবার সেভাবেই কবি সুভাষ (Kabi Subhash) থেকে দমদমগামী (Dumdum) লাইনে বেলা ১২টা থেকে ব্যাহত পরিষেবা। কিন্তু কেন পরপর বাতিল মেট্রো তা নিয়ে কোনও মাথাব্যাথাই নেই মেট্রো কর্তৃপক্ষের। স্টেশনে এনিয়ে কোনও ঘোষণাও করা হয়নি বলে ক্ষোভ যাত্রীদের।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবা ঠিক আছে। ট্রেন চলছেই। বেলা ১২টা ৪০ নাগাদ একটি রেক দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্ল‍্যাটফর্ম ছেড়ে বেরোনোর আগেই যান্ত্রিক সমস্যা (technical fault) দেখা যায়। এই কারণে সেই সময় রেকটি তখন ছাড়তে পারেনি। পরে ওই রেকের যাত্রীদের নিয়ে অন‍্য একটি রেক ১২টা ৫০ নাগাদ রওনা দেয়। একটি মেট্রো ছাড়তে পারেনি। ১০ মিনিট পরে অন‍্যটি ছাড়ে। যাত্রীদের মধ‍্যে কোনও হুড়োহুড়ি দেখা যায়নি। আমরা প্রতি মুহূর্তে নজর রেখেছি। যদিও ১২.২০-র পর থেকে কেন ব্যহত হয়েছে মেট্রো পরিষেবা (metro service), তা নিয়ে কোনও ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের কাছে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version