Sunday, November 9, 2025

নির্যাতিতার বাবার দাবি ভিত্তিহীন, সন্দীপ ঘোষকে দোষী বলা যায় না : আদালত

Date:

Share post:

আরজি কর মামলায় নির্যাতিতার বাবা বেশ কয়েকটি দাবি করেছেন। সেই দাবিকে ‘ভিত্তিহীন’ বলেছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতে এই মামলার বিচার প্রক্রিয়ার মধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে লিখিতভাবে কয়েকটি বিষয় দেওয়া হয়েছিল। রায়ের কপিতে সেই বিষয়গুলির ব্যাখ্যা দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। তিনি জানিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ২০২৪ এর ৯ অগস্ট নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কিন্তু প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিজে থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেননি। শুধুমাত্র সেই কারণে তাকে দোষী বলা যায় না। নির্যাতিতার পরিবারের তরফে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেটিকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন বিচারক।

রায়ের যে কপি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিচারক বলেছেন, অভিযোগকারী একটি ভিত্তিহীন প্রশ্ন করেছেন যে নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে দেখা করতে তৎকালীন প্রিন্সিপাল নিজের চেম্বার থাকলেও, তাদের সঙ্গে দেকা করেন নি। নির্যাতিতার বাবার দাবি ছিল, কয়েকজন তাকে প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা সেই প্রস্তাব মানতে চাননি।শিয়ালদহ আদালতের বিচারক আরও বলেছেন, নির্যাতিতার পরিবারের দাবি ছিল যে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যেন এসে তাদের সঙ্গে দেখা করেন। সেই বিষয়টা প্রিন্সিপালের উপরে কলঙ্ক ফেলতে পারে না যে তিনি দোষী। তবে শুধু সেটাই নয়, নির্যাতিতার পরিবারের তরফে উত্থাপন করা আরও একটি বিষয়কে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন শিয়ালদহ আদালতের বিচারক। বিচারক আরও বলেছেন, অভিযোগকারীদের আইনজীবী দাবি করেছেন যে জিনিসপত্র বাজেয়াপ্ত করার কাজটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করা উচিত ছিল। তার মতে, আমার মনে হয় যে এটা ভিত্তিহীন প্রশ্ন।

নির্যাতিতার পরিবারের আইনজীবীর দাবির প্রেক্ষিতে বিচারক বলেছেন, যে তথ্যপ্রমাণ এবং যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে, সেটার ভিত্তিতে অভিযোগকারীর আইনজীবী উপযুক্তভাবে প্রশ্নগুলি সামনে আনতে পারেননি। কয়েকটি অলীক এবং কাল্পনিক প্রশ্ন করা হয়েছিল।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...