Tuesday, August 26, 2025

কেন্দ্রের বঞ্চনা আর অবহেলাই বাধা উত্তরের উন্নয়নে, খতিয়ান তুলে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও অবহেলা চলছেই। তার জেরে থমকে যাচ্ছে উন্নয়নের কাজ। উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন থমকে যাওয়ার জন্য সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা-মাটি-মানুষের সরকারের আমলে উত্তরবঙ্গের জন্য রাজ্য কোন খাতে কত টাকা বরাদ্দ করেছে, তার পুঙ্খানুপুঙ্খ খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নই আমাদের সরকারের অগ্রাধিকার। কেন্দ্রের অবহেলায় সেই উন্নয়নের কাজ বাধা পাচ্ছে।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সুহাসিনী চা বাগানের পরিষেবা প্রদান অনুষ্ঠানে মঞ্চ থেকে পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকারও বেশি কাজ করেছে। কেন্দ্র একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা দেয়নি। আমরা তা মিটিয়েছি। কর্মসূচি প্রকল্পে তাদের কাজ দিয়েছি। আবাসেও কেন্দ্রীয় বঞ্চনা অব্যাহত। তা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে বাংলার বাড়ি দেওয়া হচ্ছে। ১২ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি পেয়েছেন। আমরা সমীক্ষা করে দেখেছি। আরও ১৬ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি পাবেন শীঘ্রই। পর্যটনের বিকাশ হয়েছে উত্তরবঙ্গেও। শিক্ষার উন্নয়নে একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে। পানীয় জলের প্রকল্প-সহ নানাবিধ সরকারি উন্নয়নমূলক কাজ করেছে আমাদের সরকার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। বনাঞ্চলের কিছু এলাকায় জনজাতির জমি দখলের চেষ্টা হচ্ছে। তাঁর হুঁশিয়ারি, জনজাতির জমি যেন কেউ হাতিয়ে না নিতে পারে। সেটা দেখতে হবে স্থানীয় প্রশাসনকে। আইন মেনেই জনজাতির জমির অধিকার রক্ষা করতে হবে।

এদিনের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে খবর এসেছে জয়গাঁওয়ে উচ্ছেদের চেষ্টা হচ্ছে। আমি পরিষ্কারভাবে জানিয়ে যাচ্ছি, কাউকে উচ্ছেদ করা যাবে না। আগে পুনর্বাসন দিতে হবে। এটা আমাদের সরকারের নীতি। এদিন সরকারি মঞ্চ থেকে ১০৮ কোটি ৭৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- নেতাজি বড় চক্রান্তের শিকার! কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রীর

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version