Tuesday, November 4, 2025

বিমানের বর্ধিত ভাড়া নিয়ে উদ্বেগ! কোথায় যাচ্ছে টাকা? ইউজার ডেভেলপমেন্ট ফি নিয়ে সরকারকে প্রশ্ন পিএসির

Date:

Share post:

দেশের বিভিন্ন বিমান বন্দরে ইউজার ডেভেলপমেন্ট ফি-র নামে যথেচ্ছ টাকা নেওয়া হচ্ছে বিমান যাত্রীদের থেকে, এই অভিযোগ দীর্ঘদিনের৷ এবার এই অভিযোগকেই হাতিয়ার করে মোদি সরকারকে চেপে ধরল পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি৷ নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, পিএসি বৈঠকে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে এই ভাবে ইউজার ডেভেলপমেন্ট ফি-র নামে টাকা রোজগার করার জন্য বিমানবন্দর গুলিকে অনুমতি দেওয়া হচ্ছে কিভাবে ? এই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে তার ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়েও সরকারের জবাব তলব করেছে পিএসি, দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷

বেঙ্গালুরু, তিরুবন্তপুরম, জয়পুর, আহমেদাবাদের মত বিমানবন্দর গুলিতে এই ভাবে যথেচ্ছ টাকা তোলা হচ্ছে বিমানযাত্রীদের থেকে, দাবি জানানো হয়েছে পিএসির বৈঠকে৷ এই বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রিপোর্টও তলব করেছে পিএসি৷ সূত্রের দাবি, এই বিষয় নিয়ে সবার প্রথমে সোচ্চার হন পিএসির সদস্য, বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর প্রতিবাদের সুরে সুর মিলিয়ে প্রতিবাদ জানান পিএসি সদস্য অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। কোন নীতিতে ইউজার ডেভেলপমেন্ট ফি সংগ্রহ করা হচ্ছে, ডিজি সিভিল অ্যাভিয়েশন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পদস্থ আধিকারিকদের সামনে জানতে চান সৌগত রায়। সরকারি আমলারা কেউই সৌগত বাবুর প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন নি বলে বৈঠকের পরে দাবি জানান তৃণমূল সাংসদ সৌগত রায় নিজেই। তাঁর কথায়, আমরা সরকারের কাছে এউ ভাবে টাকা তোলার কারণ জানতে চেয়েছি। লিখিত ভাবে সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে। ১০ দিনের মধ্যে জমা দিতে হবে এই ব্যাখ্যা।

এর পাশাপাশি উত্‍সবের মরশুমে দেশের সর্বত্র যেভাবে লাগামহীন ভাবে বিমানের সব শ্রেণীর ভাড়া বৃদ্ধি করা হয়, তা একেবারেই গ্রহণযোগ্য নয়, সাফ দাবি জানানো হয়েছে পিএসি বৈঠকে৷ কিভাবে এই লাগামহীন বিমানভাড়াকে নিয়ন্ত্রণে আনা যাবে, তার উপায় দ্রুত খুঁজে বার করতে হবে মোদি সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রককেই, দাবি জানানো হয়েছে পিএসি-র সদস্য, বৈঠকে উপস্থিত বিভিন্ন সাংসদদের তরফে, এমনই দাবি সংসদীয় সূত্রের৷

আরও পড়ুন- রাজ্যের স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বড় আপডেট শিক্ষামন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...