Saturday, December 20, 2025

বিমানের বর্ধিত ভাড়া নিয়ে উদ্বেগ! কোথায় যাচ্ছে টাকা? ইউজার ডেভেলপমেন্ট ফি নিয়ে সরকারকে প্রশ্ন পিএসির

Date:

Share post:

দেশের বিভিন্ন বিমান বন্দরে ইউজার ডেভেলপমেন্ট ফি-র নামে যথেচ্ছ টাকা নেওয়া হচ্ছে বিমান যাত্রীদের থেকে, এই অভিযোগ দীর্ঘদিনের৷ এবার এই অভিযোগকেই হাতিয়ার করে মোদি সরকারকে চেপে ধরল পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি৷ নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, পিএসি বৈঠকে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে এই ভাবে ইউজার ডেভেলপমেন্ট ফি-র নামে টাকা রোজগার করার জন্য বিমানবন্দর গুলিকে অনুমতি দেওয়া হচ্ছে কিভাবে ? এই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে তার ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়েও সরকারের জবাব তলব করেছে পিএসি, দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷

বেঙ্গালুরু, তিরুবন্তপুরম, জয়পুর, আহমেদাবাদের মত বিমানবন্দর গুলিতে এই ভাবে যথেচ্ছ টাকা তোলা হচ্ছে বিমানযাত্রীদের থেকে, দাবি জানানো হয়েছে পিএসির বৈঠকে৷ এই বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রিপোর্টও তলব করেছে পিএসি৷ সূত্রের দাবি, এই বিষয় নিয়ে সবার প্রথমে সোচ্চার হন পিএসির সদস্য, বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর প্রতিবাদের সুরে সুর মিলিয়ে প্রতিবাদ জানান পিএসি সদস্য অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। কোন নীতিতে ইউজার ডেভেলপমেন্ট ফি সংগ্রহ করা হচ্ছে, ডিজি সিভিল অ্যাভিয়েশন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পদস্থ আধিকারিকদের সামনে জানতে চান সৌগত রায়। সরকারি আমলারা কেউই সৌগত বাবুর প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন নি বলে বৈঠকের পরে দাবি জানান তৃণমূল সাংসদ সৌগত রায় নিজেই। তাঁর কথায়, আমরা সরকারের কাছে এউ ভাবে টাকা তোলার কারণ জানতে চেয়েছি। লিখিত ভাবে সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে। ১০ দিনের মধ্যে জমা দিতে হবে এই ব্যাখ্যা।

এর পাশাপাশি উত্‍সবের মরশুমে দেশের সর্বত্র যেভাবে লাগামহীন ভাবে বিমানের সব শ্রেণীর ভাড়া বৃদ্ধি করা হয়, তা একেবারেই গ্রহণযোগ্য নয়, সাফ দাবি জানানো হয়েছে পিএসি বৈঠকে৷ কিভাবে এই লাগামহীন বিমানভাড়াকে নিয়ন্ত্রণে আনা যাবে, তার উপায় দ্রুত খুঁজে বার করতে হবে মোদি সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রককেই, দাবি জানানো হয়েছে পিএসি-র সদস্য, বৈঠকে উপস্থিত বিভিন্ন সাংসদদের তরফে, এমনই দাবি সংসদীয় সূত্রের৷

আরও পড়ুন- রাজ্যের স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বড় আপডেট শিক্ষামন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...