কেন খেলেলননি শামি, মুখ খুললেন সূর্য

গতকাল ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে দলে সুযোগ পাননি মহম্মদ শামি । আর প্রথম একাদশে শামির না থাকতে উঠছে প্রশ্ন । আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ।

এই নিয়ে ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, “আমরা নিজেদের শক্তি অনুযায়ী দল তৈরি করতে চেয়েছিলাম। দক্ষিণ আফ্রিকাতেও স্পিনার বেশি খেলিয়েছিলাম। নতুন বলে বল করার দায়িত্ব হার্দিক পান্ডিয় নিয়ে নেয়। ফলে আমরা একজন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পাই। আর আমাদের তিন জন স্পিনারই দারুণ বল করছে।”

গতকাল ইডেনে ইংরেজদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল সূর্যকুমার যাদবের দল । সেখানে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারায় তারা ।

আরও পড়ুন- ইডেনে খেলতে নেমে নজির হার্দিকের, টপকে গেলেন বুমরাহকে

—

 

—

 

—

 

—