Friday, December 19, 2025

মার্লিন গ্রুপের সহযোগিতায় জমজমাট ক্যারাম প্রতিযোগিতা, টুর্নামেন্ট ঘিরে দর্শকদের উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

মার্লিন গ্রুপের সহযোগিতায় আয়োজন করা হল এক ক্যারাম ( ডাবলস ) প্রতিযোগিতার। অ্যাক্রোপলিস মলে ক্যারাম (২৯) অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় একদিনের ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। যেই টুর্নামেন্ট ঘিরে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে।

টুর্নামেন্ট শুরু হয় সকাল ১১টায় শুরু হয়। যেখানে অংশগ্রহণ করে ৩২ জন খেলোয়াড়। অংশগ্রহণকারী ২৯ ইঞ্চির আটটি ক্যারাম বোর্ডে ডাবলস ম্যাচে অংশগ্রহণ করেন। যেখানে চ্যাম্পিয়ন হন হুগলির শ্রী চন্দন চৌধুরী এবং শ্রী ছোটু মণ্ডল। হুগলির শ্রী শুভ সরকার এবং শ্রী দীপ ঠাকুর প্রথম রানার্স-আপ স্থান অর্জন করেন। শ্রী দিব্যেন্দু সিমলাই এবং শ্রী লক্ষ্মণ মুর্মু (LIESC) দ্বিতীয় রানার্স-আপ হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মোহনবাগান ফুটবলার শ্রী জহর দাস, এবং জাতীয় টেবিল টেনিস কোচ ও বিশিষ্ট কমনওয়েলথ গেমস পদক বিজয়ী শ্রী সৌরভ চক্রবর্তী।

এই অনুষ্ঠান নিয়ে মার্লিন গ্রুপের কর্পোরেট জিএম, মল অ্যান্ড হসপিটালিটি, শ্রী শুভদীপ বসু বলেন “ক্যারাম দীর্ঘদিন ধরে একটি প্রিয় সামাজিক ও পারিবারিক খেলা হিসেবে থেকেছে, যা বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধি করে। যদিও এটি অত্যন্ত দক্ষতা, কৌশল এবং নির্ভুলতা প্রয়োজন, তবুও এটি একটি পেশাদার খেলা হিসেবে সেই স্বীকৃতি পায়নি যার এটি যোগ্য। অ্যাক্রোপলিস মলে, আমরা খেলার মাধ্যমে ফিটনেস, মানসিক তীক্ষ্ণতা এবং দক্ষতার সংস্কৃতি প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।”

ক্যারাম (২৯) অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি শ্রী দেবাশীষ চৌধুরী বলেন “মার্লিন গ্রুপ এবং অ্যাক্রোপলিস মলের সহযোগিতায় আয়োজিত এই আমন্ত্রণ ক্যারাম (ডাবলস) টুর্নামেন্ট আমাদের রাজ্যে ক্যারামকে জনপ্রিয় করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এটি এখনও একটি কম প্রতিনিধিত্বমূলক খেলা, মার্লিন গ্রুপ এই খেলাকে প্রচার করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করেছে।”

আরও পড়ুন- খো খো বিশ্বকাপ জিতে বাড়ি ফিরলেন সুমন বর্মন, জানালেন আগামী লক্ষ্যের কথা

spot_img

Related articles

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...

হেড কোচ হিসেবে মানতে চান না! টিম ইন্ডিয়াতে গম্ভীরের ভূমিকা স্পষ্ট করলেন কপিল

সাদা বলে সাফল্য পেলেও  টেস্টে ক্রিকেটে গৌতম গম্ভীরের(Gautam Gambhir)  কোচিংয়ে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। ঘরের মাঠে দুই দলের...

আওয়ামী লিগের বাড়ি ভাঙতে বুলডোজার, হাদির মৃত্যুতে শনিবার শোকদিবস পালনের ডাক ইউনূসের 

ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নৈরাজ্যের আগুনে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রে। ঢাকা-চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা, ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ...