প্রকাশিত কুমারেশ ঘোষের ‘জঙ্গলমহলের আমন্ত্রণ’

সেখানকার মানুষের জীবনযাত্রা, সমস্যাকে খুব কাছ থেকে দেখেছেন সাংবাদিক-সাহিত্যিক কুমারেশ ঘোষ (Kumaresh Ghosh)। সেই সব অজানা কাহিনী

একসময়ে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল তৃণমূল (TMC) জমানায় পর্যটকদের অন্যতম পীঠস্থান। কিন্তু বাম আমলে তা ছিল না। জঙ্গলমহল মানেই ছিল থমথমে ভয় আর ভারী বুটের শব্দ। সেখানকার মানুষের জীবনযাত্রা, সমস্যাকে খুব কাছ থেকে দেখেছেন সাংবাদিক-সাহিত্যিক কুমারেশ ঘোষ (Kumaresh Ghosh)। সেই সব অজানা কাহিনী নিয়ে তাঁর লেখা ‘জঙ্গলমহলের আমন্ত্রণ’ বইটি শুক্রবার প্রকাশিত হল কলকাতা প্রেসক্লাবে (Press Club)। বইটির প্রকাশ করেন কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড:সুরঞ্জন দাস (Suranjan Das), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড:সুশান্ত চক্রবর্তী, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর প্রমুখ।

এদিন জঙ্গলমহলের সেই সব নানা অজানা কাহিনী শোনান স্বয়ং লেখক। কুমারেশ ঘোষের লেখনীর প্রশংসা করেন সুরঞ্জন ও সুশান্ত।