শেষমুহূর্তে বাতিল উড়ান, কলকাতা বিমানবন্দরে তুমুল হট্টগোল 

রওনা দেওয়ার আগে একেবারে শেষ মুহূর্তে বিমান পরিষেবা বাতিলের (Flight Cancelled) ঘোষণায় উত্তেজনা ছড়ালো কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা বাগডোগরা রুটের স্পাইসজেটের ফ্লাইট (SG130 CCU- IXB) টেক অফের কথা ছিল। বোর্ডিং পাস ইস্যুও করে দেওয়া হয়। তারপর নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে বিমান বাতিলের ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

বেসরকারি বিমান সংস্থার (Spice Jet) তরফে জানানো হয়েছে কুয়াশার কারণে যাত্রী নিরাপত্তার কথা ভেবেই শেষ মুহূর্তে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ মিনিট আগে ফ্লাইট ক্যান্সেলের ঘোষণা হতেই সংস্থার কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন যাত্রীরা। সংস্থার তরফে রিফান্ড করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু যাত্রীদের দাবি, বিকল্প বিমানের ব্যবস্থা করতে হবে। তাঁদের অভিযোগ, যদি বিমান উড়বেই না তাহলে বোডিং পাস কেন ইস্যু করা হল? কুয়াশার সতর্কতা তো ছিলই তাহলে সে ক্ষেত্রে আগে কেন সবকিছু পর্যবেক্ষণ করে এসএমএসের মাধ্যমে যাত্রীদের এই বিষয়ে অবগত করা হলো না? সব বিলিয়ে সকাল সকাল চরম উত্তেজনা কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport)।