কুয়াশার বাউন্সারে শীত অধরা রাজ্যে, চড়ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ 

মাঘের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল তবুও জাঁকিয়ে শীত পড়ল না রাজ্যে। উপরন্তু বাড়ছে কুয়াশার দাপট, যার জেরে একের পর এক দুর্ঘটনার খবর শিরোনামে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আজ, শুক্রবার পর্যন্ত ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কুয়াশার দাপট চলবে।

হাওয়া অফিস বলছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরের ৪ ও দক্ষিণের ৯ জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ, উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা তুষারপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত দিন দুই উষ্ণ আবহাওয়ার মেজাজ থাকবে। মহানগরীতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি।