Tuesday, November 4, 2025

রাজ্যপালের ‘পার্টি অফিসে’ শুভেন্দুর অভিযোগ জমা! কটাক্ষ তৃণমূলের

Date:

স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যকে বদনাম করতে কোন পদক্ষেপ বরদাস্ত হবে না, সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেদিনীপুর স্যালাইন কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে ১২ জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এরপরেও চিকিৎসকদের কোন গাফিলতি ছিল না, এমন অভিযোগ তুলে এবার রাজ্যপালের দ্বারস্থ বিরোধী দলনেতা (LoP) শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই পদক্ষেপকে চিকিৎসকদের দোষ ঢাকার চেষ্টা বলে কটাক্ষ শাসকদলের।

চিকিৎসায় একাধিক গাফিলতির অভিযোগকে লঘু করতে স্যালাইন কাণ্ডকে উস্কানি রাজ্যের বিরোধী দলনেতার। আদালতে সুবিধা না পেয়ে এবার রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। কিছু চিকিৎসকের উস্কানিতে স্যালাইন ও ওষুধ নিয়ে নতুন ধরনের অভিযোগ তুলে রাজ্যপালকে বিষয়টিতে নজর দিতে দাবি করেন তিনি। সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালে যে তিন প্রসূতি ভর্তি রয়েছেন তাঁদের বিষয়ে খোঁজ নিতে রাজ্যপালকে অনুরোধ করেন। এখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ বিজেপির নেতাদের সব ইস্যুতেই কখনও মনে হয় আদালতে যাই। আবার কখনও রাজভবনে। সেটাকেই তারা দ্বিতীয় পার্টি অফিস বানিয়ে ফেলেছেন।

তবে বিরোধী দলনেতা যে চিকিৎসকদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলেন, তারা দাবি করেন শাস্তির মুখে পড়া চিকিৎসকরা কোনোভাবেই এই মৃত্যুর জন্য দায়ী নন। এখানেই কুণাল ঘোষ একের পর এক চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তুলে ধরেন। সেই সঙ্গে তিনি স্পষ্ট বলেন স্বাস্থ্যক্ষেত্রে (health sector) একাংশের চিকিৎসকদের যে ঘুঘুর বাসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙার চেষ্টা করছেন, শুভেন্দু অধিকারীদের এই পদক্ষেপে প্রমাণিত তারা সেই ঘুঘুর বাসাকে আড়াল করা বা মত দেওয়ার চেষ্টা করছেন।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version