Saturday, May 3, 2025

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঠিক বক্তব্য তুলে ধরতে নতুন সংগঠন, প্রেসিডেন্ট শশী পাঁজা

Date:

এক শ্রেণির স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের বারবার সাম্প্রতিক কালে অভিযোগ ও হেনস্থার শিকার হতে হয়েছে বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট চিকিৎসকদের মিথ্যা অভিযোগের কারণে। আদালত পর্যন্ত অনেক ক্ষেত্রে জল গড়ানোর পর প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জুনিয়র-সিনিয়র চিকিৎসকদের একাংশকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল। স্বাস্থ্যক্ষেত্রে সকলের সমান বক্তব্য ও অধিকার পেশের বিষয়টিকে সামনে রাখতে ও অন্ধ রাজ্য সরকার বিরোধিতাকে প্রতিহত করতে চিকিৎসকরাই নিজেদের নতুন সংগঠন তৈরির সিদ্ধান্ত নেন। সংগঠন নিয়ে সোমবার বিস্তারিত জানাবেন রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজা (Shashi Panja)। তবে এর সঙ্গে শাসকদলের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয় দলের তরফে।

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একমাত্র লক্ষ্য। সেখানেই রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য রাজ্যে নতুন সংগঠন তৈরি হচ্ছে। এই সংগঠনের নাম হবে ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’ (Progressive Health Association)। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের কথা ঘোষণা করবেন মন্ত্রী চিকিৎসক শশী পাঁজা (Shashi Panja)। তাঁকে প্রেসিডেন্ট রেখেই সংগঠনের রূপরেখা তৈরি হচ্ছে। বাকি পদাধিকারীদের নাম সোমবার ঘোষণা করবেন তিনি।

সংগঠন সূত্রের খবর, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলেই এই সংগঠনের সদস্য হতে পারবেন। সরকারি-বেসরকারি ক্ষেত্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সকলেই সদস্য হতে পারবেন। তবে রাজ্যের মন্ত্রী এই সংগঠনের শীর্ষে থাকলেও তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে কোনও বক্তব্য নেই বলে জানান দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, আর জি করের অভিজ্ঞতা চিকিৎসকদের অনেক সংগঠনই সরকারের ভালো দিকটি প্রতিষ্ঠা করতে ও কুৎসাকারীদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে কেউ যদি নিজের মতো স্বাধীনভাবে কোনও সংগঠন তৈরি করতে চান করতেই পারেন।

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version