Tuesday, November 4, 2025

বিজেপি শাসিত হরিয়ানায় আয়ুষ্মান ভারত বন্ধের বিজ্ঞপ্তি: বকেয়ার দাবি IMA-র

Date:

Share post:

আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রের বকেয়া আকাশ ছুঁয়েছে। এবার প্রকল্পে পরিষেবা পাওয়া হাসপাতালগুলিতে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প বন্ধ করা হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো আইএমএ-র (IMA) হরিয়ানা (Haryana) শাখা। নরেন্দ্র মোদির চোখে ধুলো দেওয়া প্রকল্পে আদতে সাধারণ মানুষের কোনও উপকার নেই বুঝে আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রকল্প চালু হতে দেননি এই রাজ্যে। এবার কেন্দ্র সরকার বকেয়া টাকা না মেটানোয় বিজেপি শাসিত হরিয়ানার চিকিৎসক সংগঠন প্রকল্পে পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে ডবল ইঞ্জিন হরিয়ানার (Haryana) কেন্দ্রের কাছে বকেয়া (dues) ৪০০ কোটি। বেসরকারি হাসপাতালগুলি কেন্দ্রের সরকারের প্রকল্পের ভরসায় লাগাতার চিকিৎসা ও পরিষেবা দিয়ে গিয়েছে। তবে এবার বিপুল বকেয়া জমে যাওয়ায় প্রকল্পে রোগী দেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হরিয়ানার চিকিৎসকরা। হরিয়ানার নওয়াব সিং সাইনির (Nayab Singh Saini) সরকার প্রকল্পে রাজ্যের বরাদ্দের অংশ দিয়েছে। তবে আটকে রয়েছে কেন্দ্রের বরাদ্দ।

আয়ুষ্মান প্রকল্পে সীমিত সংখ্যক মানুষ চিকিৎসায় আর্থিক সুবিধা পাবেন। সেই সঙ্গে কেন্দ্রের নামে চলা প্রকল্পে রাজ্যকে বিপুল বরাদ্দ দিতে হবে। তাই বাংলায় এই প্রকল্প বাতিল করে স্বাস্থ্যসাথী (Swastha Sathi) প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যে সব মানুষ সমানভাবে এই প্রকল্পের সুবিধা পান। রাজ্যের পথ অনুসরণ করেছে দিল্লির আপ (AAP) সরকারও। তাঁরাও দিল্লিতে এই প্রকল্প অস্বীকার করেছেন। পঞ্জাবে (Punjab) এর আগে বকেয়া ব্যাপক বেড়ে যাওয়ায় বেসরকারি হাসপাতালগুলি এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করেছিল।

এবার ডবল ইঞ্জিন হরিয়ানা (Haryana)। সেখানে ৩ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হাসপাতালগুলিতে এই প্রকল্প পরিষেবা দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল আইএমএ (IMA)। ১৫ দিন আগে বকেয়া (dues) টাকা নিয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে আবেদন জানিয়েছিল হরিয়ানা আইএমএ। কিন্তু কোনও উত্তর না পেয়ে তাঁরা এবার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হল বিজ্ঞপ্তিতে। এর ফলে প্রায় ৬০০ হাসপাতালে প্রকল্পে পরিষেবা বন্ধ হওয়ার পথে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...