Tuesday, November 4, 2025

বিজেপি শাসিত হরিয়ানায় আয়ুষ্মান ভারত বন্ধের বিজ্ঞপ্তি: বকেয়ার দাবি IMA-র

Date:

Share post:

আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রের বকেয়া আকাশ ছুঁয়েছে। এবার প্রকল্পে পরিষেবা পাওয়া হাসপাতালগুলিতে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প বন্ধ করা হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো আইএমএ-র (IMA) হরিয়ানা (Haryana) শাখা। নরেন্দ্র মোদির চোখে ধুলো দেওয়া প্রকল্পে আদতে সাধারণ মানুষের কোনও উপকার নেই বুঝে আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রকল্প চালু হতে দেননি এই রাজ্যে। এবার কেন্দ্র সরকার বকেয়া টাকা না মেটানোয় বিজেপি শাসিত হরিয়ানার চিকিৎসক সংগঠন প্রকল্পে পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে ডবল ইঞ্জিন হরিয়ানার (Haryana) কেন্দ্রের কাছে বকেয়া (dues) ৪০০ কোটি। বেসরকারি হাসপাতালগুলি কেন্দ্রের সরকারের প্রকল্পের ভরসায় লাগাতার চিকিৎসা ও পরিষেবা দিয়ে গিয়েছে। তবে এবার বিপুল বকেয়া জমে যাওয়ায় প্রকল্পে রোগী দেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হরিয়ানার চিকিৎসকরা। হরিয়ানার নওয়াব সিং সাইনির (Nayab Singh Saini) সরকার প্রকল্পে রাজ্যের বরাদ্দের অংশ দিয়েছে। তবে আটকে রয়েছে কেন্দ্রের বরাদ্দ।

আয়ুষ্মান প্রকল্পে সীমিত সংখ্যক মানুষ চিকিৎসায় আর্থিক সুবিধা পাবেন। সেই সঙ্গে কেন্দ্রের নামে চলা প্রকল্পে রাজ্যকে বিপুল বরাদ্দ দিতে হবে। তাই বাংলায় এই প্রকল্প বাতিল করে স্বাস্থ্যসাথী (Swastha Sathi) প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যে সব মানুষ সমানভাবে এই প্রকল্পের সুবিধা পান। রাজ্যের পথ অনুসরণ করেছে দিল্লির আপ (AAP) সরকারও। তাঁরাও দিল্লিতে এই প্রকল্প অস্বীকার করেছেন। পঞ্জাবে (Punjab) এর আগে বকেয়া ব্যাপক বেড়ে যাওয়ায় বেসরকারি হাসপাতালগুলি এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করেছিল।

এবার ডবল ইঞ্জিন হরিয়ানা (Haryana)। সেখানে ৩ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হাসপাতালগুলিতে এই প্রকল্প পরিষেবা দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল আইএমএ (IMA)। ১৫ দিন আগে বকেয়া (dues) টাকা নিয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে আবেদন জানিয়েছিল হরিয়ানা আইএমএ। কিন্তু কোনও উত্তর না পেয়ে তাঁরা এবার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হল বিজ্ঞপ্তিতে। এর ফলে প্রায় ৬০০ হাসপাতালে প্রকল্পে পরিষেবা বন্ধ হওয়ার পথে।

spot_img

Related articles

নাম নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন কারা?

মহিলাদের বিশ্বকাপে (Women World Cup) আইসিসির (ICC) সেরা একাদশে স্থান পেলেন তিন ভারতীয়। যদিও নাম  নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক...

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...