Thursday, December 25, 2025

জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ হাই কোর্টের

Date:

Share post:

জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাকের (Debanshu Basak) ডিভিশন বেঞ্চ। দোষী মুস্তাকিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দিল হাই কোর্ট।

জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করে বারুইপুর পকসো (POCSO) আদালত। দোষী মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনান হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় মুস্তাকিন। তার অভিযোগ, তার বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হয়নি। তাড়াহুড়ো করে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

৪ অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় ১০ বছরের নাবালিকার অস্বাভাবিক মৃত্য হয়। অভিযোগ, প্রতিবেশী ১৯ বছরের মোস্তাকিন সর্দার নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে, গলা টিপে খুন করে। ৫ অক্টোবর অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ ঢালির নেতৃত্বে সিট গঠন করে ৭ তারিখ থেকে তদন্তও শুরু হয়। ৩০ অক্টোবর ঘটনার ২৫ দিনের মাথায় চার্জশিট জমা পড়ে। ঘটনার ঠিক ৬২ দিনের মাথায় ৬ ডিসেম্বর সাজা ঘোষণা হয়। ফাঁসির আদেশ দেন বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন পকসো কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায়।

তার বিরোধিতা করে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় সাজা প্রাপ্ত মুস্তাকিন। এদিন শুনানিতে দোষীর আইনজীবী জানান, “সমস্ত কাগজপত্র দেখে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে। নিম্ন আদালত যে সাজা শুনিয়েছিল তা পুনর্বিবেচনা করবে কোর্ট। আপাতত সেই রায় স্থগিত রইল। পাশাপাশি ৫০ হাজার টাকার যে জরিমানা করা হয়েছিল সেই নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।”

spot_img

Related articles

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...