Saturday, May 3, 2025

মঙ্গলে শুরু ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, এবারের আকর্ষণ ম্যাসকটের হাঁস

Date:

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বইমেলার উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান, গ্যোটে ইন্সটিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ড. মার্লা স্টুকেনবার্গ, বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী। বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আকর্ষণ ম্যাসকটের দুটি হাঁস।

সোমবার, সাংবাদিক বৈঠকে পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, “আমরা বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিয়েছি। ওঁরা নাম পরিবর্তন করে রেখেছে বিশ্ব হিন্দু বার্তা। সেই ১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এবছর তারা নেই। আমরা দুঃখিত। এই পরিস্থিতিতে আমাদের কিছু বলার নেই। বাংলাদেশের পক্ষ থেকেও আবেদন করা হয়নি। আসা করব দ্রুত এই পরিস্থিতি ঠিক হবে।”

বইমেলায় এই প্রথম থাকছে ম্যাসকটের (Mascot) দুটি হাঁস। যা মূল আকর্ষণ হতে চলেছে এবার। বইমেলার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল প্রত্যেকটি গেট হবে বিশিষ্ট ব্যক্তিদের নামে। সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, গ্যোয়েটে, ম্যাক্সমুলারদের নামে হবে গেটের নামকরণ। এছাড়াও জার্মান স্থাপত্যের অনুকরণে হবে দুটি গেট, বিশ্ববাংলা গেট এবং জীবনানন্দ-নজরুল গেট। মেলায় সরণির নামকরণ হয়েছে বিশিষ্ট জার্মান ব্যক্তিবর্গ রিলকে, ব্রেকট, কাফকা, মুলার এবং অন্যান্যদের নামে। এছাড়াও সরণির নামকরণ করা হয়েছে বাংলা এবং ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাহিত্যিকদের নামেও। আবুল বাশারকে উদ্বোধন অনুষ্ঠানে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার দেওয়া হবে। যার অর্থ মূল্য ২ লক্ষ টাকা। এই পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী। এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিনের অংশগ্রহণ করছে। সংখ্যাটা প্রায় ১০০০।

জার্মানি ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালা-সহ অন্যান্য লাতিন আমেরিকার দেশ। থাকছে বহুজাতিক প্রকাশনা সংস্থা এবং ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। ৪ ফেব্রুয়ারি মেলায় বরিষ্ঠ নাগরিক দিবস, ‘চিরতরুণ’ দিবস পালন করা হবে। সম্মাননা জ্ঞাপন করা হবে সাহিত্যিক জয় গোস্বামী, প্রকাশক রঞ্জন সরকার এবং পাঠক সত্যব্রত ঘোষালকে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version