Friday, August 22, 2025

দিল্লি ভোটে বিজেপির কোটিপতি প্রার্থীদের সম্পত্তির চোখ ধাঁধানো পরিসংখ্যানে চাঞ্চল্য

Date:

দিল্লি বিধানসভা ভোটে বিজেপি কালো টাকা ব্যবহার করছে, আগেই এমন অভিযোগ করেছে আম আদমি পার্টি৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা আপকে নিশানা করলেও আত্মপক্ষ সমর্থনে কোনও যুত্‍সই প্রমাণ খাড়া করতে পারেনি গেরুয়া শিবির৷এই আবহেই সামনে আসছে দিল্লি বিধানসভা ভোটে লড়াই করার জন্য ময়দানে নামা বিজেপির কোটিপতি প্রার্থীদের সম্পত্তির চোখ ধাঁধানো পরিসংখ্যান৷ এর মধ্যে সবার আগে আসছে দিল্লির শকুরবস্তি আসনের বিজেপি প্রার্থী কারনাল সিংএর নাম৷তার ঘোষিত সম্পত্তির পরিমাণ ২৬০ কোটি টাকা৷এত বৈভব থাকার পরেও কেন তিনি দিল্লি বিধানসভা ভোটে লড়াই করতে আগ্রহী, তা নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজধানীর রাজনৈতিক মহলে৷ বিজেপিরই অন্য প্রার্থী মনজিন্দর সিং সিরসার ঘোষিত সম্পত্তি ২৪৯ কোটি টাকা৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো, নতুন দিল্লি আসনের প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালের চ্যালেঞ্জার পরবেশ ভার্মার সম্পত্তির পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা৷

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি(DELHI) বিধানসভা ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন দিল্লির ভোট প্রার্থীরা, সেই হলফনামা সূত্রেই জানা যাচ্ছে ৫০ কোটির বেশি সম্পত্তি আছে বিজেপির এমন প্রার্থী আছেন ৮ জন৷ দিল্লি বিধানসভা নির্বাচনে এবার বিজেপির হয়ে যারা লড়াই করছেন সেই সব ভোট প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৯০ লক্ষ টাকা৷ এবারের দিল্লি ভোটে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপির ৯ জন ভোট প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা দায়ের হয়েছে আগেই৷  এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করছে আম আদমি পার্টি৷ আপ শিবিরের অভিযোগ, দিল্লির ভোটে কালো টাকার ব্যবহার নিয়ে তাদের যে অভিযোগ ছিল, কার্যত সেই অভিযোগেই সিলমোহর দিচ্ছে বিজেপির কোটিপতি প্রার্থীদের সংখ্যা ও তাদের বৈভবের পরিমাণ৷

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version