Sunday, May 4, 2025

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নার্সিং পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুরুষ নার্স!

Date:

এবার শ্লীলতাহানির শিকার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক নার্সিং পড়ুয়া।কাঠগড়ায় ওই হাসপাতালেরই এক পুরুষ নার্স। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই ঘটনা ঘটেছে ২৫ জানুয়ারি রাতে।জানা গিয়েছে, ডিউটির সময় এই ঘটনা ঘটে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শ্লীলতাহানির ঘটনায় পড়ুয়া নার্সদের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নার্সিং প্রিন্সিপালের কাছে। জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায়, হাসপাতালের জরুরি বিভাগে ডিউটি করছিলেন একজন দ্বিতীয় বর্ষের পড়ুয়া নার্স। সে সময় এক পুরুষ নার্স মদ্যপ অবস্থায় তার গায়ে হাত দেন বলে অভিযোগ। ঘটনার পর সোমবার সকালে সমস্ত পড়ুয়া নার্স একত্রিত হয়ে সংশ্লিষ্ট নার্সিং প্রিন্সিপালের কাছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কিন্তু অভিযোগ পাওয়ার পরও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে গড়িমসি করে বলে অভিযোগ।

নির্যাতিতা পড়ুয়া নার্সের বাবা-মাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তারাও হতভম্ব। ঘটনায় রীতিমত অস্বস্তিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। এ ব্যাপারে হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল বলেন, একজন নার্সিং পড়ুয়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সব পড়ুয়ারা সই করে অভিযোগ জানিয়েছেন। তারপরই পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার আগে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এরকম ঘটনা ঘটে থাকলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, এর আগে হাসপাতাল থেকে কন্ডোম বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছিল এক কর্মীর বিরুদ্ধে। বিনামূল্যে হাসপাতাল থেকে যেগুলি দেওয়ার কথা, সেই কন্ডোম বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে।

এই ব্যক্তির বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নানা সময়ে এমার্জেন্সি বিভাগে ঢুকে ওই পুরুষ নার্স মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন, এমন অভিযোগ তুলেছেন অনেকেই। এমনকী কর্তব্যরত নার্সিং পড়ুয়াদের ডিউটি বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি। এবার দুই পড়ুয়ার সঙ্গে এই ঘটনার পর সকলেই প্রতিবাদে নামেন। একযোগে বিক্ষোভও দেখান।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version