Wednesday, August 27, 2025

৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন, জাতীয় গেমস অংশ নিতে চরম ভোগান্তি বাংলার খো খো দলের

Date:

জাতীয় গেমস খেলতে গিয়ে অব্যবস্থার শিকার বাংলার খো-খো দল। ৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন। বাধ্য হয়ে ট্রেনের মেঝেতে শুয়ে, শৌচাগারের সামনে বসেই জাতীয় গেমসে খেলতে গেল বাংলার খো খো দল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় গেমস। সেই প্রতিযোগিতায় অংশ নিতে একই ট্রেনে যাচ্ছিল বাংলার মহিলা ফুটবল দল এবং সাঁতার দল। সমস্যায় পড়তে হয়েছে তাঁদেরও।

জানা গিয়েছে, গত শনিবার জাতীয় গেমসে অংশ নিতে হাওড়া থেকে রওনা দেয় বাংলা দল। সেখানে ছিল বাংলার খো খো দল, মহিলা ফুটবল দল এবং সাঁতারুরা। কিন্তু খো খো দলের খেলোয়াড়দের চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়। শনিবার রাত ১০টা নাগাদ হাওড়া থেকে বাংলা দল যাত্রা শুরু করে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কাঠগোদামে গিয়ে পৌঁছায় ট্রেনটি। জানা যাচ্ছে, প্রায় ৩৬ ঘণ্টার এই যাত্রার পুরো সময়টাই চরম ভোগান্তির শিকার হতে হয় খো খো দলকে। সূত্রের খবর, সকলের জন্য রিজার্ভড টিকিট পাওয়া যায়নি। ওয়েটিং লিস্টেই থেকে গিয়েছিল বেশির ভাগ টিকিট। তাই কখনও বসে, কখনও ট্রেনের মেঝে শুয়েই বাংলার খেলোয়াড়দের জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে। এক্ষেত্রে রেলয়ের অসহযোগিতার কারণেই বাংলা দলের এমন অবস্থা বলে মনে করা হচ্ছে।

কেন এমন ভোগান্তি। তা নিয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের যাতায়াতের বিষয়টি দেখভাল করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, অ্যাসোসিয়েশনের কর্তারা সমস্ত খেলোয়াড়ের জন্য টিকিটের ব্যবস্থা করতে পারেননি।

এবারের জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের জন্য আগাম চাকরির ঘোষণা করে রাজ্য সরকার।জাতীয় গেমসে পদক জিতলেই সুনিশ্চিত চাকরি ঘোষণা করেছিল ক্রীড়া দফতর। মিলবে পুলিশের চাকরি।

আরও পড়ুন- ঘরের মাঠে বিএফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version