Sunday, May 4, 2025

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে বদলার ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। তবে জয় পেলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়ে ৭৪ মিনিট। বিএফসির বিরুদ্ধে লড়াই যে এ রকমই কঠিন হবে, তা নাকি আগেই জানতেন বাগান কোচ জোসে মোলিনা। তবে এই জয় লিগশিল্ড জয়ের জন্য আরও একধাপ এগালেন, তা সাংবাদিক সম্মেলনে বললেন মোলিনা।

সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “ এরকমই কঠিন ম্যাচের প্রত্যাশা ছিল। আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই। তবে প্রথমার্ধে তা-ও যথেষ্ট ছিল না। বলের বেশিরভাগ পজিশন ওদের কাছেই ছিল। ওরা ভাল কম্বিনেশন তৈরি করে গোলের সুযোগ তৈরি করে। তবে আমার মনে হয়, আমরা কিছু ভাল আক্রমণ করেছি।”এরপর বাগান কোচ বলেন, “ আমাদের এখনও কিছু ম্যাচ বাকি আছে। এখনও অনেক পরিশ্রম বাকি। আমাদের লড়াই করতে হবে। কিছু ম্যাচ জিততেই হবে। আজ আমরা শিল্ডের আরও কাছাকাছি গেলাম। কিন্তু কাজ শেষ হয়নি।”

বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের মাঠে ০-৩-এ হেরেছিল মোহনবাগান। সোমবার সেই হারের বদলা নিয়ে ঘরের মাঠে ১-০ গোলে জয়। এই নিয়ে মোলিনা বলেন, “ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে খেলা মানে একজন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া। তারা আমাদের উজ্জীবিত করে এবং সাহায্য করে। তবে আমরা একটি দল হিসেবে পুরোপুরি সঙ্ঘবদ্ধ। অন্য স্টেডিয়ামেও আমাদের সমর্থকরা থাকেন, কিন্তু ঘরের মাঠের মতো এত নয়। শুধু একটি অ্যাওয়ে ম্যাচে আমরা খারাপ খেলেছি। সেটি বেঙ্গালুরুর ম্যাচ। তবে ওরা সেদিন জেতার মতোই খেলেছিল।”

আরও পড়ুন- বদলার ম্যাচে স্বস্তি ফিরল মোহনবাগানের , ঘরের মাঠে বিএফসিকে হারাল ১-০ গোলে

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version