কুম্ভমেলা উপলক্ষে প্রয়াগরাজে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। শাহি স্নানের লক্ষ্যে প্রত্যেক দিনই অসংখ্য মানুষ ট্রেনে করে পৌঁছে যাচ্ছেন মহাকুম্ভে। দেশের সব প্রান্ত থেকে স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু এ কী? নিরাপত্তা কোথায়? সোমবার মধ্যরাতে ঝাঁসির কাছে হরপালপুর স্টেশনে আচমকা ট্রেনে ইট পাথর ছোড়ার অভিযোগ। ভাঙলো জানলার কাঁচ। হতাহতের খবর নেই, তবে ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। হামলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। এই ঘটনার পর প্রশ্নের মুখে যোগী রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে কাঠগড়ায় কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ভারতীয় রেল।
কী ঘটেছিল? যাত্রীরা বলছেন ঝাঁসি থেকে সময় মতোই মহাকুম্ভ স্পেশাল ট্রেন (Mahakumbh Special Train) যাত্রা করে। রাত দুটো নাগাদ হরপালপুর স্টেশনে পৌঁছতেই ট্রেন লক্ষ্য করে একের পর এক পাথর উড়ে আসে। ভেঙে যায় বেশ কয়েকটি কামরার জানলা দরজার কাঁচ। রেল সূত্রে জানা যাচ্ছে, ট্রেন সময় মত প্ল্যাটফর্মে পৌঁছালেও অধিকাংশ দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ অপেক্ষা করো যাত্রীরা ট্রেনে উঠতে পারেননি। এরপরে বিক্ষোভে ফেটে পড়ে ট্রেনে ইট পাথর লাঠি নিয়ে হামলা চালান তাঁরা। অর্থাৎ এক্ষেত্রেও দায়ী সেই বিজেপি সরকারের অধীনস্থ রেল ব্যবস্থা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আরপিএফ (RPF)।
–
–
–
–
–
–
–
–
–
–