Friday, August 22, 2025

৪৮-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (IKBF) উপলক্ষে বিশেষ বাস চালানো সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর (Transport Department)। বই প্রেমীদের যাতে বইমেলা প্রাঙ্গণে (Boimela Prangon) যাতায়াতে কোনও অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পরিবহন দফতর।

বুধবার বিকেলে মেলার উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে আগামী ১৩ দিন ধরে চলবে ঐতিহ্যের কলকাতা বইমেলা। এবছর এক হাজারের বেশি স্টল রাখা হচ্ছে। আগেরবারের ভিড়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার আশা গিল্ডের (Publishers and Book Sellers Guild)। শহরের বিভিন্ন প্রান্ত থেকে করুণাময়ী বাস টার্মিনাসে পৌঁছে যাবে বইমেলা স্পেশাল বাস। এই পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী, অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি বাস থাকার পাশাপাশি, বাড়তি তিনটি বিশেষ এসি বাসও চালানো হবে। করুণাময়ী থেকে ২০ টি রুটে বিশেষ বাস চলবে। কলকাতা ছাড়াও শহরতলির একাধিক জায়গা যেমন – বারাকপুর, বারাসত, বালি হল্ট, বারুইপুর, গড়িয়া, কামালগাজি, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি পর্যন্ত মিলবে বাস পরিষেবা।করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে, বাসগুলির সামনে কাচের জানলায় তা লেখা থাকবে।বইমেলা রাত ৮টায়, এরপর শেষ বাসগুলি ছাড়বে বলে পরিবহন দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলকাতা মেট্রো সূত্রে খবর, বইমেলার কথা মাথায় রেখে দুপুর ২.০৫ মিনিট থেকে রাত ৯.১৫ মিনিট পর্যন্ত প্রতি ১২মিনিট অন্তর চলবে মেট্রো। বইমেলা যতদিন দিন চলবে ততদিন গ্রিন লাইন ১-এ সারাদিনে ১০৬টির বদলে ১২২টি মেট্রো চালানো হবে ৷ এছাড়া করুণাময়ী পর্যন্ত পর্যাপ্ত অটো পরিষেবাও থাকছে।

-.

-.

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version