Saturday, May 3, 2025

ভারতীয় মৎস্যজীবীদের গুলি! শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

ভারত-শ্রীলঙ্কা জল সীমান্তে ভারতীয় মৎস্যজীবীদের ভেসেলে (vessel) গুলি চালানোর (firing) ঘটনায় শ্রীলঙ্কার দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনারকে (Acting High Commissioner) ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক (MEA)। এই ধরনের ঘটনায় দুদেশের সুসম্পর্কে গুরুতর প্রভাব পড়বে বলে কড়া বার্তা দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে। সেই সঙ্গে গুলিবিদ্ধ মৎস্যজীবীদের পরিবারের পাশে ভারত সরকার রয়েছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। সম্প্রতি বাংলার ৯৫ মৎস্যজীবী রাজ্যের সরকারের জরুরি ভিত্তিতে পদক্ষেপে দ্রুত ও নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে ফিরেছে। যদিও তামিলনাড়ুর (Tamilnadu) মৎস্যজীবীদের দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কায় জেলবন্দি থাকার সমস্যার সমাধান এখনও হয়নি। এরই মধ্যে ভারতীয় মৎস্যজীবীদের ভেসেলে শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলি চালানোর ঘটনায় তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক।

সম্প্রতি শ্রীলঙ্কার (Srilanka) ডেলফ দ্বীপের (Delft Island) কাছে ভারতীয় মৎস্যজীবীদের একটি ভেসেল পৌঁছে গেলে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অপরাধে তাদের উপর সরাসরি গুলি চালিয়ে দেয় শ্রীলঙ্কার নৌবাহিনী। বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের কাছে ইস্যুটি তুলে ধরেছেন সেখানে নিয়োজিত ভারতীয় হাই কমিশনার। ভেসেলে (vessel) তামিলনাড়ুর (Tamilnadu) ১৩ মৎস্যজীবী ছিলেন। তার মধ্যে দুজনের জখম গুরুতর। আরও তিনজন আহত হয়েছিলেন। চারজনের জাফনা হাসপাতালে চিকিৎসা চলছে। জাফনায় নিয়োজিত ভারতীয় কনসুলেটের আধিকারিক হাসপাতালে ভর্তি মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেছেন।

তবে বিষয়টি নিয়ে এখনই সজাগ হয়ে বন্দি মৎস্যজীবী মুক্তির বিষয়টিও দ্রুত করতে চাইছে তামিলনাড়ুর এম কে স্ট্যালিন (M K Stalin) প্রশাসন। গত এক বছরে শ্রীলঙ্কায় অনুরা দিস্সনায়েকের (Anura Dissanayake) নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বন্দি মৎস্যজীবী মুক্তির বিষয়টি নিয়ে কাজ শুরু করা হলেও এখনও সেই কাজে গতি নেই। এরই মধ্যে গুলিতে তামিল মৎস্যজীবীদের আহত হওয়ার ঘটনায় এবার বিদেশ মন্ত্রকের ক্ষোভ প্রকাশ করে। সেই সঙ্গে মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে (Acting High Commissioner) মৎস্যজীবীদের বিষয়টি মানবিক ও মানবতার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে দেখার দাবি জানানো হয়েছে। গুলি চালানোর মতো কঠোর পদক্ষেপে দুদেশের সম্পর্ক খারাপ হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...