Monday, May 5, 2025

উচ্চমাধ্যমিক : এবার শিক্ষকদের মানসিক চাপমুক্তির প্রশিক্ষণ দেবেন মনোবিদরা

Date:

চলতি বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে মানসিক চাপ কাটানোর পাঠ। শারীরশিক্ষা বিষয়ে এই পাঠ অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবার এই শারীরশিক্ষার শিক্ষকদেরই মানসিক চাপ মুক্ত করার বিষয় নিয়ে প্রশিক্ষণ দেবেন মনোবিদরা। বিশ্ববিদ্যালয়, কলেজের অভিজ্ঞ শিক্ষক ছাড়াও মনোবিদদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ানো হবে।

বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মানসিক চাপগ্রস্ত হয়ে পড়ছে আজকালকার শিশুরা। তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে অহেতুক পড়ার চাপ। তার সঙ্গে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে শৈশব পিষে যাচ্ছে যাঁতাকলে। শিশুদের এই চাপমুক্ত করতেই চলতি শিক্ষাবর্ষ থেকে মানসিক চাপমুক্ত করার পাঠ দেওয়া হবে তাদের। কিন্তু তার আগে শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অভিজ্ঞ শিক্ষক ছাড়াও যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে মনোবিদ বা কাউন্সেলরদের দিয়েও প্রশিক্ষণ দেওয়াতে পারি। ইতিমধ্যেই কম্পিউটার ডেটা সাইন্স ছাড়া অন্যান্য বিষয় নিয়ে আমাদের প্রশিক্ষণ, অরিয়েন্টেশন চলছে। ওয়ার্কশপ করাচ্ছি আমরা। এক্ষেত্রেও আমরা শিক্ষকদের ইমেইল মারফত এই প্রশিক্ষণে যোগদান করতে বলেছি। শহরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ইচ্ছুক শিক্ষকরা এই প্রশিক্ষণে যোগদান করতে পারবে।বিদ্যাসাগর ভবনের সপ্তম তলায় ২০০ জনকে নিয়ে এ প্রশিক্ষণ হবে। তবে এখন মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসায় এ প্রশিক্ষণ বন্ধ রাখা হয়েছে। মাধ্যমিক শেষ হলেই শুরু হবে প্রশিক্ষণ।

আরও পড়ুন- বইমেলায় মুখ্যমন্ত্রীর তৈরি থিমে সেজেছে ‘জাগোবাংলা’র স্টল, রয়েছে অর্জুন গাছ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version