Tuesday, August 12, 2025

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকেই একের পর এক পরিবর্তনের কাজ করে যাচ্ছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(DONALD TRUMP) বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করা বেশ কয়েক জন আধিকারিককে বরখাস্ত করল আমেরিকার বিচার বিভাগ।সোমবার বরখাস্ত হওয়া প্রত্যেক আধিকারিকের কাছে গিয়েছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির একটি চিঠি। তাতে স্পষ্ট বলা হয়েছে, ট্রাম্পের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে তাদেরকে আর ‘বিশ্বাস’ করা যাচ্ছে না।চিঠিতে লেখা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমাদের মনে হয় না, আমেরিকার বিচার বিভাগ প্রেসিডেন্টের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে আপনাদের উপর আর আস্থা রাখতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানো এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল। দুই মামলাতেই বরখাস্ত হওয়া আধিকারিকেরা প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালে স্পেশ্যাল কাউন্সেল পদে নিযুক্ত হয়েছিলেন জ্যাক স্মিথ। তার উপরেই ছিল ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার তদন্তভার। পাল্টা হুমকি দিয়ে ট্রাম্পও বলেছিলেন, ক্ষমতায় এলে ‘দুই সেকেন্ডের মধ্যেই’ স্মিথকে সরিয়ে দেবেন তিনি। যদিও ট্রাম্পের শপথের আগেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন স্মিথ। গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বন্ধ হয়ে যায় তদন্তও। এ বার সেই মামলার সঙ্গে যুক্ত অন্তত ১২ জনকে বরখাস্ত করল ট্রাম্পের বিচার বিভাগ। দুই মামলাতেই বরখাস্ত হওয়া আধিকারিকেরা প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন।ওয়াকিবহালমহলের মত, সেই কারণেই  বরখাস্ত করা হয়েছে ওই আধিকারিকদের।

 

 

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version