হজম হয়নি! মরা মানুষখেকোর পেট থেকে বেরিয়ে এলো কানের দুল-পোশাক

বাঘিনীর পোস্টমর্টেমের সময় মহিলার চুল (hair), পোশাক এবং এক জোড়া কানের দুল (earring) বাঘটির পেটে পাওয়া গিয়েছে

0
1

কেরলের ওয়েনাড়ে (Wayanad) রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল বছর পাঁচেকের বাঘিনীর (tigress)। এবার ওই মানুষখেকোর পেট থেকে পাওয়া গেল চুল (hair), একজোড়া কানের দুল (earring) এবং জামাকাপড়ও। ময়নাতদন্তের পরেই তা জানা গিয়েছে।

সোমবার ভোরে পিলাকাভু অঞ্চলে জঙ্গলের বাইরে এক বাড়ির পিছন থেকে বাঘিনীর দেহ উদ্ধার হয়েছিল। বাঘিনীর আতঙ্কে জীবনযাপন দুর্বিসহ হয়ে উঠছিল ওয়েনাড়বাসীর। গত শুক্রবার রাধা (৪৮) নামে এক মহিলা জঙ্গল কফি সংগ্রহ করতে গেলে তিনি ফেরেননি। জানা যায় বাঘের হামলায় প্রাণ গিয়েছে তাঁর। বাঘটির (tigress) ঘাড়ের কাছে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। মনে করা হচ্ছে ওই ক্ষতের জেরেই মৃত্যু হয়েছে বাঘটির।

বাঘটিকে (tigress) বাগে আনতে অনেক চেষ্টাই করেছিলেন বনকর্মীরা। কিন্তু তাতে তাঁরা ব্যর্থ হন। অবশেষে গতকাল ভোরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে, মৃত মহিলা দেহের ময়নাতদন্তের পর বনদফতরের আধিকারিকরা নিশ্চিত করেছেন যে, বাঘিনীর (tigress) আক্রমণেই মৃত্যু হয়েছিল রাধার। মৃত বাঘিনীর পোস্টমর্টেমের সময় মহিলার চুল (hair), পোশাক এবং এক জোড়া কানের দুল (earring) বাঘটির পেটে পাওয়া গিয়েছে। সন্দেহ করা হচ্ছে মৃত রাধার পোশাক ও গয়না পাওয়া গিয়েছে বাঘিনীর পেটে।