Friday, November 28, 2025

যোগী সরকারের ব্যর্থতায় মহাকুম্ভে বাড়ছে মৃতের সংখ্যা, ‘দায়সারা’ শোকপ্রকাশ মোদির

Date:

Share post:

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। উত্তরপ্রদেশ (Utter Pradesh) সরকারের প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে এই দুর্ঘটনায় ‘দায়সারা’ শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের এক্স হ্যা ন্ডেলে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। অথচ নিহতদের পরিবারকে অর্থ সাহায্য বা আহতদের চিকিৎসার খরচের কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী। এমনকী, নিজের দলের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়েও মুখে কুলুপ মোদির।

কেন্দ্রের কাছ থেকে ‘জাতীয় মেলা’র তকমা পাওয়া কুম্ভ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ যোগী সরকার (Yogi Adityanath Government)। মৌনী অমাবস্যায় উপলক্ষ্যে কোটি কোটি জন সমাগম হয় সেখানে। কিন্তু সেই ভিড় সামলানোর মতো পরিকাঠামো রাখেনি যোগী প্রশাসন। সরকারি তরফে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের তালিকা প্রকাশ করা না হলেও , অসমর্থিত সূত্রের খবর অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত প্রায় ৪০-এর কাছাকাছি। জাতীয় মেলা হিসেবে কেন্দ্র থেকে বহু অর্থ সাহায্য পায় যোগী সরকার। কিন্তু নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত পরিকল্পনা এবং পরিকাঠামো তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ উত্তরপ্রদেশ প্রশাসন।

দুর্ঘটনার পরে নিজের এক্স হ্যান্ডেল মোদি লেখেন, “প্রয়াগরাজ মহাকুম্ভে হওয়া দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। যেসব ভক্তরা তাঁদের স্বজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন পীড়িতদের সবরকম সাহয্যা করছে। এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রী যোগী জি এর সঙ্গে কথা বলেছি এবং আমি ক্রমাগত রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।“ শোকপ্রকাশ করেই দায় সেরেছেন তিনি। নিহতদের পরিবারকে অর্থ সাহায্য বা আহতদের চিকিৎসার খরচের কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী। এমনকী, নিজের দলের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়েও মুখে কুলুপ মোদির (Narendra Modi)। বিরোধীদের অভিযোগ, ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে এই ঘটনা বলেই মন্তব্য করতে চাইছেন না তিনি প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...