Sunday, May 4, 2025

মহাকাশে দীর্ঘদিন আটকে রয়েছেন দুই সাহসী মহাকাশচারী। এবার সুনিতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরকে (Butch Wilmore) ফেরানোর উদ্যোগ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। এত দীর্ঘ সময় মহাকাশে আটকে থাকার জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প। সুনিতাদের ফিরিয়ে আনার দায়িত্ব এলন মাস্কের (Elon Musk) উপর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আট দিনের মহাকাশ অভিযানে গিয়ে স্পেস স্টেশনে (Space Station) প্রায় একবছর আটকে রয়েছেন সুনিতা ও বুচ। তাদের খাবার পৌঁছে দেওয়া সম্ভব হলেও ফিরিয়ে আনতে ব্যর্থ নাসা (NASA)। একসময় চরম হতাশায় চলে যাওয়া সুনিতা ফের বিভিন্নভাবে মনের জোর ফিরিয়ে এনেছেন। অন্যদিকে নাসা তাদের বিভিন্ন ছবি ভিডিও তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করে গিয়েছে তারা ভালো আছেন। তবে এভাবে ‘ভালো’ থাকতে যে অসম্ভব সাহস লাগে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প এলন মাস্ককে উদ্দেশ্য করে লেখেন, দুই সাহসী মহাকাশচারী যাদের ভার্চুয়ালি বাতিলের খাতায় ফেলে দিয়েছে জো বাইডেন (Joe Biden) প্রশাসন, তাদের ফিরিয়ে আনো স্পেসএক্স-এর (SpaceX) মাধ্যমে এবং এটাই এলন মাস্ককে (Elon Musk) নির্দেশ দিয়েছি। তাঁরা অনেক মাস ধরে স্পেসস্টেশনে আটকে রয়েছেন। এলন দ্রুত রওনা দেবে। আশা রাখি, সব নিরাপদে হবে।

আর এর প্রত্যুত্তরে প্রেসিডেন্টের নির্দেশ মতো দ্রুত স্পেসস্টেশন (International Space Station) থেকে দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন বলেও দাবি মাস্কের। সেই সঙ্গে বাইডেন (Joe Biden) প্রশাসনেরও নিন্দা করেছেন মাস্ক এভাবে তাঁদের এত দীর্ঘ সময় ছেড়ে রাখার জন্য।

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version