গুলেন বারিতে আক্রান্ত হয়ে মৃত্যু বারাসতের দ্বাদশ শ্রেণীর ছাত্রের

জিবিএস স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণীর ছাত্রের। করোনার পর বিশ্ব স্বাস্থ্যক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে গুলেন বারি সিনড্রোম (GBS)। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। শিশুরাই রোগে দ্রুত সংক্রমিত হচ্ছে। এবার এ রাজ্যে বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে। মৃত কিশোর উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়া।

পরিবার সূত্রে জানা যায় কয়েকদিন ধরে গলা ব্যথা, রাতে জ্বর নিয়ে শারীরিক সমস্যায় ভুগছিলেন। বাড়ির লোকেরা ভেবেছিলেন হয়তো ঠান্ডা লাগার কারণেই অসুস্থতা। সেইমতো ওষুধও খাওয়ানো হয়েছিল তাঁকে। কিন্তু ২৩ জানুয়ারি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ওই পড়ুয়া গা-হাত-পায়ে অসাড়তা অনুভব করতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে তড়িঘড়ি তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Barasat Medical College Hospital) নিয়ে ভর্তি করানো হয়। এরপর অবস্থার গুরুত্ব বুঝে চিকিৎসকরা ওই কিশোরের পরিবারকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলেন। শুক্রবার তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চললেও ছাত্রের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে জিবিএসের উল্লেখ রয়েছে বলে মৃতের পরিবার সূত্রে জানা গেছে।