সন্দেশখালির গণধর্ষণ কাণ্ডের SIT গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের

0
1

সন্দেশখালি গণধর্ষণ কাণ্ডে তদন্তের জন্য এবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিটের মাথায় থাকবেন লালবাজারের হোমিসাইড শাখার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) বীরেশ্বর চট্টোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, দ্রুত তদন্ত শুরু করতে হবে। এক মাস অন্তর সেই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সিটকে জমা দিতে হবে বসিরহাট মহকুমা আদালতে।

প্রসঙ্গত, শেখ শাহজাহান-কাণ্ডকে কেন্দ্র করে গত বছরের শুরু থেকেই শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি। বছর ঘুরতেই আবার শিরোনামে সেই সন্দেশখালি। গত বছরের বিধানসভা ভোটের শুরুতেই তৃণমূল নেতা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠে। যদিও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা মহিলারা। বুধবার ওই মামলায় সিট গঠনের নির্দেশ দিল আদালত। আদালত সূত্রে খবর, সিট গঠন করা হবে লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। পুলিশের ওই বিশেষ টিমে সদস্য হিসেবে থাকবেন আইপিএস রাহুল মিশ্র, বাদুরিয়া বসিরহাট পুলিশ জেলার এসডিপিও।

আরও পড়ুন- জমি সংক্রান্ত বিবাদের জেরে চাপড়ায় চলল গুলি-বোমা! মৃত এক, আশঙ্কাজনক ২

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_