সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষার্থে জোড়া প্রকল্প, রাজ্যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

0
1

পরিবেশ রক্ষায় সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলকে বাঁচাতে এবং নদী বাঁধ রক্ষা ও কৃষিজমিতে লবণের মাত্রা কমিয়ে তা চাষের উপযুক্ত করে তোলার জন্য রাজ্য সরকার দুটি প্রকল্প হাতে নিয়েছে। ওই প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি দল রাজ্যে এসেছে। সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখবে প্রতিনিধি দল। তারপর সেচমন্ত্রী মানস ভূঁইয়া সহ দফতরের আধিকারিকদের বৈঠকের কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য সাসটেইনেবল হার্নেসিং ওশান রিসোর্স এন্ড ইকোনমি নামে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ৪ হাজার ১০০ কোটি টাকার একটি প্রকল্প ছাড়াও নদী বাঁধ রক্ষা ও মাটিতে লবণের পরিমাণ কমাতে ১ হাজার ২৩০ কোটি টাকার আরও একটি প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন- সন্দেশখালির গণধর্ষণ কাণ্ডের SIT গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_