ওএমআর শিট সংরক্ষণ থাকবে ১০ বছর! শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী রাজ্য  

0
1

শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। এবার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট সংরক্ষণের সময় সীমা বাড়াতে চলেছে রাজ্য সরকার। এত দিন এক বছর পর্যন্ত এই ওএমআর শিট এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হত। এবার থেকে সেই সময় বাড়িয়ে ১০ বছর করতে চলেছে তারা। এসএসসি এই সময় ২ বছর করতে চেয়েছিল কিন্তু শিক্ষা দফতর চায় ওএমআর শিট ১০ বছর সংরক্ষণের ব্যবস্থা হোক।

জানা গিয়েছে, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে এই নিয়ম চালু করা হবে। যদি সব কিছু ঠিকঠাক চলে তবে সেই নিয়ম নবম-দশম, একাদশ-দ্বাদশে নিয়োগের ক্ষেত্রেও চালু করা হতে পারে। ২০১৫ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় খাতায় লিখে পরীক্ষা হত। তখন তিন বছর খাতা সংরক্ষণ করা হত। এরপর ২০১৬ সাল থেকে যখন ওএমআর শিটে পরীক্ষা ব্যবস্থা চালু হল তখন থেকে এক বছরের জন্য তা সংরক্ষণ করা শুরু হল। এবার সেই সময় সীমাই বাড়িয়ে ১০ বছর করতে চাইছে শিক্ষা দফতর।

আরও পড়ুন- সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষার্থে জোড়া প্রকল্প, রাজ্যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_