রঞ্জিট্রফিতে নজির গড়লেন শেল্ডন জ্যাকসন। এদিন রঞ্জিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামে অসমের বিরুদ্ধে। সেই ম্যাচে ৪৮ রান করেন শেল্ডন। ইনিংস সাজান ৫ টি চার এবং একটি ছক্কা দিয়ে। আর এই সুবাদে রেকর্ড গড়লেন তিনি। এক্ষেত্রে শেল্ডন টপকে গেলেন নমন ওঝাকে। শততম রঞ্জি ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়লেন কলকাতা নাইট রাইডার্স প্রাক্তন ক্রিকেটার।

নমন রঞ্জি ট্রফিতে ১৪৩টি ছক্কা মেরেছেন। সেই সংখ্যা টপকে গেলেন জ্যাকসন। জ্যাকসনের রেকর্ড গড়া ছক্কাটি আসে রাহুল সিং-এর ওভারে। চার নম্বরে ব্যাট করতে নেমে ছক্কা মারেন তিনি। এই ম্যাচে জ্যাকসনের সেটাই ছিল প্রথম ছয়। রঞ্জিতে ১০০-র বেশি ছক্কা মারার তালিকায় নমন এবং জ্যাকসন ছাড়াও রয়েছেন মণীষ পাণ্ডে, পরশ ডোগরা, সৌরভ তিওয়ারি এবং ইউসুফ পাঠান। শুধু তাই নয়, রঞ্জিতে শেল্ডনের রয়েছে ৬৬০০-এর বেশি রান । সৌরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি রান করার তালিকায় তৃতীয় স্থানে জ্যাকসন। চেতেশ্বর পুজারা এবং শীতাংশু কোটাকের পরেই তিনি।

এদিন রঞ্জিট্রফিতে অসমের বিরুদ্ধে দাপট দেখায় সৌরাষ্ট্র। দিনের শেষে সৌরাষ্ট্রের রান ৩ উইকেট হারিয়ে ৩৬১। ১৩অ রান করেন হার্ভিক দেশাই। ৯৫ রানে অপরাজিত চেতেশ্বর পুজারা। ৮০ রান করেন চিরাগ।

আরও পড়ুন- রঞ্জিতে প্রথম দিন বল হাতে দাপট বাংলার, প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১১৯


–

–

–

–

–

–

–

–
–