সঠিক সময় আদালতে তথ্য জানানো হয়নি। আর জি কর (R G Kar Medical College And Hospital) দুর্নীতি মামলায় এবার CBI-এর তদন্তকারী অফিসারকে শোকজ করল বিশেষ আদালত (Court)। বৃহস্পতিবার, আলিপুরে বিশেষ আদালতে বিচারক প্রশ্ন তোলেন, “সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হল না?“ সিবিআইয়ের তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়কে রীতিমতো ধমক দেন বিচারক। শুক্রবারের মধ্যে সব নথি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন, কলকাতা হাই কোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্টে জানালেন না? ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাই কোর্টে যাচ্ছেন? CBI কী করতে চাইছে, বুঝতেই পারছি না, মন্তব্য বিচারকের। চার্জ গঠন করে বিচার শুরু করবেন বলেও জানান তিনি।
বিস্তারিত আসছে…

–

–

–

–

–

–

–

–
