রঞ্জিতে প্রথম দিন বল হাতে দাপট বাংলার, প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১১৯

রঞ্জিট্রফির ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১১৯। পাঞ্জাবকে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে দেয় বাংলা। পাঞ্জাবের হয়ে শতরান আনমোল । ১০৬ রানে অপরাজিত তিনি। বাংলার হয়ে ৪ টি করে উইকেট সুমিত মোহান্ত এবং সুরজ সিন্ধু জসওয়ালের।

এদিন টস জিতে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বল করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব করে ১৯১। পাঞ্জাবের কোনও ব্যাটার সেভাবে রান করতে পারেননি। ব্যতিক্রম আনমল। ১১৪ বলে ১০৬ রান করে অপরাজিত রইলেন তিনি। ১১টি চার এবং দু’টি ছক্কা মারেন আনমল। বাংলার হয়ে চারটি করে উইকেট নেন সুরজ এবং সুমিত মোহান্তা। দু’টি উইকেট নেন মহম্মদ কাইফ। বৃহস্পতিবার বাংলার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঋদ্ধিমান সাহা। তিনি উইকেটরক্ষকের দায়িত্ব সামলান। উইকেটের পিছনে দাঁড়িয়ে দু’টি ক্যাচ নেন ঋদ্ধি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ১১ রান করেন অঙ্কিত অনুপ চট্টোপাধ্যায়। ১৭ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। ১৪ রান করেন সুদীপ কুমার ঘরামী। ৩২ রান করেন অনুষ্টুপ মজুমদার । ৩৯ রানে অপরাজিত সুমন্ত গুপ্ত। পাঞ্জাবের হয়ে দুই উইকেট গুরনুরের। একটি করে উইকেট সাহিল এবং আরাধ্য শুক্লা।

আরও পড়ুন- কবে কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান ? এল আপডেট

—

 

—

 

—

 

—